অভিষেকে চমক প্রিয়ার

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে সমস্যায় পড়ে দক্ষিণ আফ্রিকা। ৪৫.১ ওভারে তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৬৪ রানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ০৩:৪৮
Share:

ত্রয়ী: নবাগত প্রিয়া (বাঁ দিকে) ও জেমাইমাকে নিয়ে ঝুলন। বুধবার। টুইটার

ভদোদরায় প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের মেয়েরা ৮ উইকেটে হারালেন দক্ষিণ আফ্রিকাকে। চোট পাওয়া স্মৃতি মান্ধানার অনুপস্থিতিতে অভিষেক ম্যাচে দারুণ ব্যাটিং করে নজর কাড়লেন প্রিয়া পুনিয়া।

Advertisement

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে সমস্যায় পড়ে দক্ষিণ আফ্রিকা। ৪৫.১ ওভারে তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৬৪ রানে। বল হাতে সফল ঝুলন গোস্বামী (৩৩ রানে ৩ উইকেট), শিখা পাণ্ডে (৩৮ রানে ২ উইকেট), একতা বিস্ত (৮ রানে ২ উইকেট) ও পুনম যাদব (৩৩ রানে ২ উইকেট)।

ভারত জয়ের রান মাত্র ২ উইকেট হারিয়ে তুলে ফেলে ৪১.৪ ওভারে। প্রিয়া ১২৪ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। সফল জেমাইমা রদ্রিগেসও। তিনি ৬৫ বলে করেন ৫৫ রান। এর আগে দেশের হয়ে মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ২৩ বছরের জয়পুরের মেয়ে প্রিয়া মোট আটটি বাউন্ডারি মারেন।

Advertisement

বেশ কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়ার পরে এ দিন স্বমহিমায় পাওয়া গেল রদ্রিগেসকে। প্রিয়ার সঙ্গে জুটিতে তিনি তোলেন ৮৩ রান। এ দিকে গত মার্চের পরে অধিনায়ক মিতালি রাজ এ দিন নজির গড়লেন টানা কুড়ি বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার। সেটা অবশ্য ওয়ান ডে-তে। তাঁর অভিষেক হয়েছিল ১৯৯৯-এ। মিতালি গত মাসেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁর দেশের হয়ে ২০৪টি ওয়ান ডে খেলা হয়ে গেল। এটাও একটা নজির। ঝুলন খেলেছেন ১৭৮টি ম্যাচ। পুরুষ মহিলা মিলিয়ে সব চেয়ে বেশি বছর ধরে (২২ বছর ৯১ দিন) ওয়ান ডে খেলার নজির সচিন তেন্ডুলকরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন