Cricket

টি টোয়েন্টি বিশ্বকাপে পুনমদের দাপট, বাংলাদেশকে ১৮ রানে হারাল ভারত

এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। সেই ম্যাচেও পুনম যাদব ভেল্কি দেখিয়েছিলেন। এ দিনও তাঁর স্পিন বুঝতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা।

Advertisement

সংবাদ সংস্থা

পার্থ শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:১৭
Share:

অস্ট্রেলিয়ার মাঠে ভারতের মহিলা দলের দাপট চলছে। ছবি —পিটিআই।

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মহিলারা ১৮ রানে হারাল বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে। সোমবার বাংলাদেশ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

Advertisement

নির্ধারিত ২০ ওভারে ভারতের মহিলা দল ছ’ উইকেটে ১৪২ রান করে। এ দিন শুরুটা ভাল হয়নি ভারতের। মাত্র ২ রানে ফিরে যান ওপেনার তানিয়া ভাটিয়া।

ভারতের রান তখন এক উইকেটে ১৬। আর এক ওপেনার শেফালি ভার্মা (৩৯) ও জেমাইমা রডরিগেজ (৩৪) ভাল রান পান। অধিনায়ক হরমনপ্রীত কউর (৮) রান পাননি। রিচা ঘোষ এ দিন প্রথম বার খেলেন। ১৪ বলে ১৪ রান করেন বাংলার মেয়েটি।

Advertisement

আরও পড়ুন: ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে ভারতের এই প্রতিভাকে দলে দেখতে চান স্টাইরিস

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে করে আট উইকেটে ১২৪ রান। ভারতীয় বোলারদের মধ্যে পুনম যাদব ৩টি উইকেট নেন। শিখা পাণ্ডে ২টি, অরুন্ধতী রেড্ডি ২টি উইকেট নেন। বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য রান পান নিগর সুলতানা (৩৫) ও মুর্শিদা খাতুন (৩০)।

এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। সেই ম্যাচেও পুনম যাদব ভেল্কি দেখিয়েছিলেন। এ দিনও তাঁর স্পিন বুঝতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন