লক্ষ্য সেন। —ফাইল চিত্র।
পুরুষদের সিঙ্গলস ও ডবলসে সোনা জেতার সুযোগ ছিল ভারতের। কিন্তু হংকং ওপেনের দু’টি ফাইনালেই হারল ভারত। সিঙ্গলস ফাইনালে চিনের লি সি ফেংয়ের কাছে হারলেন ভারতের লক্ষ্য সেন (১৫-২১, ১২-২১)। ডবলসের ফাইনালে চিনা জুটি লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাংয়ের কাছে হারলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি (২১-১৯, ১৪-২১, ১৭-২১)। লক্ষ্য হারলেন স্ট্রেট সেটে। সাত্ত্বিক-চিরাগ প্রথম গেম জিতেও পরের দুই গেমে হারলেন।
ব্যাডমিন্টনে সুপার ৫০০ প্রতিযোগিতা জেতার স্বপ্ন এখনও অধরা থেকে গেল লক্ষ্যের। প্রথম গেমের শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। দুই প্রতিযোগীই পয়েন্ট তুলছিলেন। কিন্তু ৯ পয়েন্টের পর ব্যবধান বাড়াতে শুরু করলেন ফেং। ফেংয়ের স্ম্যাশ রিটার্ন করতে লক্ষ্যের সমস্যা হচ্ছিল। সেই দুর্বলতা দ্রুত ধরে ফেলেন ফেং। তিনি তা কাজে লাগাতে থাকেন। সেখানেই পিছিয়ে পড়েন লক্ষ্য। প্রথম গেম হারতে হয় তাঁকে।
দ্বিতীয় গেমের শুরুটা ভাল করেছিলেন লক্ষ্য। পর পর চারটি পয়েন্ট জিতে নেন তিনি। তার পর আবার সেই সমস্যা শুরু হল তাঁর। গেমে ফিরলেন ফেং। এক বার এগিয়ে যাওয়ার পর আর তাঁকে থামানো যায়নি। লক্ষ্যের ভুল কাজে লাগিয়ে ম্যাচ জিতে নেন ফেং। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় লক্ষ্যকে।
ডবলসের ফাইনালে নামার আগে এগিয়ে ছিলেন সাত্ত্বিক-চিরাগ। তাঁরা এই প্রতিযোগিতায় শীর্ষবাছাই হিসাবে নেমেছিলেন। এর আগে ন’বারের মুখোমুখি সাক্ষাতে ছ’বার জিতেছিলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। কিন্তু প্যারিস অলিম্পিক্সের রুপোজয়ী জুটির বিরুদ্ধে এই ম্যাচে হারত হল ভারতীয় জুটিকে।
প্রথম গেমে টান টান লড়াই চলছিল। চিরাগের জোরালো স্ম্যাশ সমস্যায় ফেলছিল লিয়াংদের। কিন্তু হাল ছাড়েননি তাঁরা। দু’পক্ষই টানা পয়েন্ট জিততে পারছিলেন না। একটা সময় ১০-১০ পয়েন্টে ছিল খেলা। তার পরেও ছবিটা বদলায়নি। ১৯-১৯ পয়েন্ট থেকে দু’টি নিঁখুত সার্ভিস ধরে রেখে প্রথম গেম জিতে নেয় ভারতীয় জুটি।
দ্বিতীয় গেমে অবশ্য চিনা জুটির সামনে সমস্যায় পড়েন সাত্ত্বিকেরা। পর পর পয়েন্ট তুলে একটা সময় ১০-৫ এগিয়ে ছিলেন লিয়াংরা। চিনের দুই খেলোয়াড়ের মধ্যে বেশি নজর কাড়লেন চ্যাং। নেটের সামনে দুর্দান্ত খেলছিলেন তিনি। তাঁর রিটার্ন সমস্যায় ফেলে সাত্ত্বিকদের। দ্বিতীয় গেম জিতে সমতা ফেরান লিয়াংরা। তৃতীয় গেমেও ছন্দ ধরে রাখেন তাঁরা। পর পর পয়েন্ট জেতেন। ১১-২ এগিয়ে যান। হংকংয়ের দর্শকদের সমর্থন ছিল চিনের দিকে। সেই সমর্থন কাজে লাগিয়ে ভারতীয় জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তাঁরা।