আমন সেহরাবত। ছবি: এক্স।
আবার এক ভারতীয় কুস্তিগির অতিরিক্ত ওজনের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন। এ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে পারলেন না ভারতের আমন সেহরাবত। পুরুষদের ৫৭ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাঁর। কিন্তু রবিবার সকালে দেখা যায় তাঁর শরীরের ওজন অনুমোদিত মাত্রার থেকে ১.৭ কিলোগ্রাম বেশি।
গত প্যারিস অলিম্পিক্সে ওজন বেশি হওয়ায় মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন বিনেশ ফোগাট। হাতছাড়া হয়েছিল তাঁর নিশ্চিত রুপোর পদক। এ বার একই কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাতিল হয়ে গেলেন প্যারিসে ব্রোঞ্জজয়ী আমন। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রবিবার আমনের ইভেন্ট শুরুর কথা ছিল। নিয়ম মতো এ দিন সকালে সব প্রতিযোগীর শরীরের ওজন নেওয়া হয়। সে সময় দেখা যায় আমনের ওজন অনুমোদিত মাত্রার থেকে ১.৭ কিলোগ্রাম বেশি। স্বাভাবিক ভাবেই তাঁকে বাতিল ঘোষণা করা হয়।
এই ঘটনায় ক্ষুব্ধ ভারতীয় দলের কর্তারা। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বিস্ময়করও। আমন শরীরের ওজন ঠিক রাখতে পারেনি। ১৭০০ গ্রাম বেশি ওজন কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। কী ভাবে আমন শরীরের ওজন এত বাড়িয়েছে, তা আমাদের অজানা।’’ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে আমন ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করেননি। গত ২৫ আগস্ট ক্রোয়েশিয়ার জাগ্রেবে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন অলিম্পিক্স পদকজয়ী।
গত অগস্টে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই কারণে বাতিল হয়ে গিয়েছিলেন ভারতের নেহা সাঙ্গওয়ান। তাঁর ৫৯ কিলোগ্রাম বিভাগে নামার কথা ছিল। প্রতিযোগিতার দিন সকালে তাঁর ওজন অনুমোদিত মাত্রার থেকে ৬০০ গ্রাম বেশি ছিল। জাগ্রেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নামার কথা ছিল নেহার। কিন্তু তাঁকে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই দু’বছরের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করেছে সর্বভারতীয় কুস্তি সংস্থা। অতিরিক্ত ওজনের জন্য আগেও কয়েকটি প্রতিযোগিতা থেকে বাতিল হন তিনি।