লিটন দাস। ছবি: এক্স।
এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে চাপে বাংলাদেশ। সুপার ফোর পর্বে উঠতে হলে আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে লিটন দাসদের। তা ছাড়া গত কয়েক বছরে ভারতীয় উপমহাদেশের ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই নতুন মাত্রা পেয়েছে। মর্যাদার লড়াইয়ে হার মেনে নিতে পারছে না বাংলাদেশ শিবির। যদিও ব্যর্থতার কারণ খুঁজে পেয়েছেন অধিনায়ক লিটন।
পাওয়ার প্লেতে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক। শনিবার ম্যাচের পর লিটন বলেছেন, ‘‘আমরা পাওয়ার প্লেতেই ম্যাচ হেরে গিয়েছি। পিচ ব্যাটিং সহায়ক ছিল। তা-ও আমরা পারিনি। প্রথমে ব্যাট করে ১৭০-৮০ রান তুলতে পারলে অন্য রকম ফলাফল হতে পারত। ভাল পিচে ১৪০ রান করে জেতা যায় না। এ রকম হলে দারুণ বোলিং এবং ফিল্ডিং করতে হয়। আমরা সেটাও পারিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটা এখন আমাদের জন্য মরণ-বাঁচন লড়াই।’’ বাংলাদেশের অধিনায়ক মেনে নিয়েছেন, তাঁরা ক্রিকেটের সব বিভাগেই ব্যর্থ হয়েছেন।
শনিবার প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। জবাবে ১৪.৪ ওভারে ৪ উইকেটে ১৪০ রান করে ম্যাচ জিতে নেয় চরিথ আশালঙ্কার দল। শনিবার বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারের চার জনই ব্যর্থ হয়েছেন। ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন লিটনেরা।