Harbhajan Singh

বিশ্বকাপের আগে কোহালিদের সতর্ক করছেন হরভজন 

ভারতীয় ক্রিকেটারদের খেলতে হবে প্রচুর ম্যাচ। তাতে চোটের আশঙ্কা থাকছে। আর চোটের লাল চোখ দেখলে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়তে পারেন সংশ্লিষ্ট ক্রিকেটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ২০:১০
Share:

কোহালিদের সতর্ক করে দিচ্ছেন হরভজন সিংহ। ছবি: হরভজন সিংহের ফেসবুক পেজ থেকে।

বিশ্বকাপের আগে যাতে চোটআঘাত থাবা বসাতে না পারে, তার জন্য বিরাট কোহালিদের আগে থেকে সতর্ক করে দিলেন হরভজন সিংহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের পরেই শুরু হয়ে যাবে আইপিএল।

Advertisement

ভারতীয় ক্রিকেটারদের খেলতে হবে প্রচুর ম্যাচ। তাতে চোটের আশঙ্কা থাকছে। আর চোটের লাল চোখ দেখলে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়তে পারেন সংশ্লিষ্ট ক্রিকেটার। আইপিএলের বল গড়ানোর আগে কোহালিদের সতর্ক করে দিয়ে হরভজন সিংহ বলছেন, ‘‘বিশ্বকাপের আগে আইপিএল। প্রচুর ম্যাচ খেলতে হবে। দলের সেরা প্লেয়াররা যাতে চোট না পায় সে দিকে সতর্ক থাকতে হবে।’’

খেলার কুইজ

Advertisement

হরভজনের মতে, বিরাট কোহালি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরার মতো ক্রিকেটারের কাছ থেকে সেরা ক্রিকেট দেখতে চাইবেন সমর্থকরা। তাঁদের কাছ থেকে সেরা ক্রিকেট পেতে হলে চোটহীন অবস্থায় নামতে হবে বিশ্বকাপে। ৩০ মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ।

আরও পড়ুন: মোহালিতে দুরন্ত রোহিত-শিখর, টপকালেন সচিন-বীরুকে

আরও পড়ুন:প্রত্যাবর্তনেই বিধ্বংসী সেঞ্চুরি ওয়ার্নারের

তার আগে বেশ কিছুটা সময় পেয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। ভারতের প্রাক্তন অফ স্পিনারের মতে, চলতি অস্ট্রেলিয়া সিরিজ ভারত জিতলে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে নামতে পারবে বিশ্বকাপে। ভাজ্জি বলছেন, ‘‘এই দলটা যে কোনও টুর্নামেন্ট জেতার ক্ষমতা ধরে।’’

আশঙ্কা শুধু একটা জায়গাতেই। আইপিএল খেলার সময়ে চোটের কবলে ক্রিকেটাররা যাতে না পড়েন।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন