Mohammad Shami

নতুন বছরের শুরুতেই অভিনব পোস্ট, টুইটে প্রশংসিত শামি

বেশ অভিনব ভাবেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের এই পেসার। শিব লিঙ্গের ছবি দিয়ে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ২০:৩৮
Share:

মহম্মদ শামি।

কখনও স্ত্রী-র ছবি শেয়ার করে, আবার কখনও মেয়ের জন্মদিন পালন করায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হতে হয়েছে মহম্মদ শামিকে।

Advertisement

তবে, বার বার ট্রোল্ড হওয়া শামি কিন্তু বছরের শুরুতেই শাবাশি পেলেন টুইটারস্যাভিদের থেকে। সৌজন্যে শামির একটি টুইট।

বেশ অভিনব ভাবেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের এই পেসার। শিব লিঙ্গের ছবি দিয়ে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। ! !" '

Advertisement

বেশ অভিনব ভাবেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের এই পেসার। শিব লিঙ্গের ছবি দিয়ে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা।

আর শামির এই টুইটের পরই সর্ব ধর্মের প্রতি তাঁর সম্মান এবং সৌজন্য দেখে একের পর এক টুইট করে তাঁকে নতুন বছরের শুভেচ্ছার সঙ্গে শাবাশি জানাতে থাকেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: টেস্টে সুযোগ, বিরাটদের সঙ্গে অনুশীলন করে আপ্লুত বুমরাহ

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় প্রাকটিস উইকেট নিয়ে অসন্তুষ্ট বিরাটরা

এক জন লেখেন “শাবাশ শামি ভাই তোমাকে এবং তোমার পরিবারকে জানাই নববর্ষের শুভেচ্ছা।” ❤ 🅱

আর এক জন লেখেন “নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাকে দেখে প্রত্যেক হিন্দু এবং মুসলমানের গর্ব হওয়া উচিৎ।”नव वर्ष की हार्दिक शुभकामनाएं आज आपको देखकर प्रत्येक हिंदू और मुसलमान को गर्व होना चाहिए

এ ছাড়াও বিভিন্ন রকম ভাবে শামিকে শুভেচ্ছা জানান ভারতীয় সমর্থকরা। !!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement