এএফসির দ্বারস্থ আই লিগ ক্লাব

এএফসি-র সঙ্গে এ বার আলোচনায় বসতে চান আই লিগ ক্লাবগুলোর কর্তারা। ফেডারেশনের আইএসএলকে দেশের এক নম্বর টুর্নামেন্ট করে, আই লিগকে দুইয়ে নামিয়ে আনার যে ভাবনা রয়েছে, সে বিষয়ে এশিয়ান ফুটবল সং‌স্থাকে নিজেদের মতামত জানাতে চান আই লিগ ক্লাবের কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০৩:১৮
Share:

এএফসি-র সঙ্গে এ বার আলোচনায় বসতে চান আই লিগ ক্লাবগুলোর কর্তারা। ফেডারেশনের আইএসএলকে দেশের এক নম্বর টুর্নামেন্ট করে, আই লিগকে দুইয়ে নামিয়ে আনার যে ভাবনা রয়েছে, সে বিষয়ে এশিয়ান ফুটবল সং‌স্থাকে নিজেদের মতামত জানাতে চান আই লিগ ক্লাবের কর্তারা। সালগাওকর, স্পোর্টিং ক্লুবের মতো টিমগুলো ফেডারেশনের নতুন প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। সেই মতামতাই তুলে ধরতে চায় এএফসি-র কাছেও। মঙ্গলবারই কুয়ালা লামপুরে ফেডারেশন এবং এএফসি কর্তারা ভারতীয় ফুটবলের রোডম্যাপ নিয়ে দীর্ঘ বৈঠক করেন। ফুটবলের উন্নতির জন্য যৌথ টাস্ক ফোর্সও গঠন করেন। ২৭ সেপ্টেম্বর আরও একটি বৈঠক রয়েছে গোয়ায়। আই লিগ ক্লাব কর্তাদের দাবি, ওই যৌথ টাস্ক ফোর্সে আই লিগের ক্লাবগুলোকেও রাখা দরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন