২০ সদস্যের ভারতীয় ফুটবল দল পৌঁছে গেল ভূটানে। সেখানে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। দিল্লিতে ১৩দিনের শিবির শেষে ভারতের আমেরিকা যাওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। তার বদলে ভূটানের সঙ্গে খেলবে কনস্টানটাইনের ছেলেরা। ১৩ অগস্ট এই ম্যাচ হওয়ার কথা। ১৩ অগস্ট ম্যাচ হলেও অনেক আগে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কারণ হিসেবে কোচ কনস্টানটাইন বলেন, ‘‘ভূটানের ঠান্ডা ও উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে এত আগে পৌঁছে যাওয়া। আবহাওয়া খুব একটা সমস্যা না হলেও এই মুহূর্তে আমরা যে আবহাওয়ায় রয়েছি তার থেকে অনেকটাই আলাদা।’’
ভূটান এই মুহূর্তে ২০১৯ এশিয়া কাপের কোয়ালিফাইংয়ের জন্য প্রস্তুত হচ্ছে। তারা প্রথম লেগ ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর। ভূটানের কাছে ভারতের বিরুদ্ধে খেলাটা প্রস্তুতির অংশ। কনস্টানটাইন বলেন, ‘‘বিভিন্ন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাও ফুটবলের অংশ। দিল্লিতে খুব গরম। সেখানে ভূটানে বেশ ঠান্ডা। এই পরিবর্তনের মধ্যে কেমন খেলছ সেটাই আসল।’’
ভারতীয় দল:
গোলকিপার: সুব্রত পাল, টিপি রহেনেশ, লক্ষ্মীকান্ত কাট্টিমনি।
ডিফেন্ডার: সন্দেশ ঝিঙ্গান, ফুলগাঙ্কো কার্দোজো, চিংলেনসেনা সিংহ, আইবরলাং খোংজি, কৌশিক সরকার।
মিডফিল্ডার: ইসাক চারচুয়াক, রোলিন বর্জেস, ধনপাল গনেশ, ডেভিড লালরিনমুয়ানা, ভিনিত রাই, জার্মানপ্রীত সিংহ, প্রণয় হালদার, লালিয়ানজুয়ালা ছাংতে, জ্যাকিচাঁদ সিংহ।
ফরোয়ার্ড: হোলিচরণ নার্জারি, জেজে লালপেখলুয়া, সুমিত পাসি।
আরও খবর
ডং হারলেও জিতল টিম ইস্টবেঙ্গল