মহম্মদ শাহিদ। ফাইল চিত্র।
মারা গেলেন ভারতীয় হকির অন্যতম সেরা ড্রিবলার মহম্মদ শাহিদ। বয়স হয়েছিল ৫৬ বছর। বেশ কয়েক মাস ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে গুরুগ্রাম (গুড়গাঁও)-এর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শাহিদ রেখে গেলেন স্ত্রী এবং দুই পুত্রকে।
১৯৮০ সালে মস্কো অলিম্পিকে ভারতের যে হকি দল সোনা জিতেছিল, শাহিদ ছিলেন তার অন্যতম সদস্য। অসাধারণ ড্রিবলিং করতেন। ১৯৮২ দিল্লি এশিয়াড এবং ১৯৮৪ সালে সিওল এশিয়াডের রুপো এবং ব্রোঞ্জ জয়ী জাতীয় দলেরও সদস্য ছিলেন তিনি।
১৯৬০ সালের ১৪ এপ্রিল বারাণসীতে জন্ম হয় ভারতের অন্যতম সেরা এই ড্রিবলারের। ১৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে জুনিয়র পর্যায়ে অভিষেক হয় তাঁর। মাঝমাঠে জাফর ইকবালের সঙ্গে তাঁর জুটি ছিল সুবিখ্যাত। শাহিদের মৃত্যুতে গভীর শোকাহত ইকবাল বলেন, “সাত বছর এক সঙ্গে খেলেছি। শোক প্রকাশের ভাষা নেই। আজ আমরা ভারতীয় হকির অন্যতম সেরা প্রতিভাকে হারালাম।”
শাহিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে মোদী জানান, “চিকিত্সকেরা তাঁকে সুস্থ করার শেষ চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের চেষ্টা এবং আমাদের সবার প্রার্থনা ব্যর্থ হল। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
দুঃখপ্রকাশ করেছেন রিও অলিম্পিকে ভারতের হকি দলের অধিনায়ক শ্রীজেশও। শাহিদের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, “কয়েক দিন আগে যখন তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তখনও তিনি খুবই অসুস্থ ছিলেন। ভারতের হকির পক্ষে খুব বেদনার দিন আজ।”
১৯৮৫-৮৬ সালে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন শাহিদ। ১৯৮১ সালে অর্জুন পুরস্কার এবং ১৯৮৬ সালে পদ্মশ্রী পুরস্কার পান শাহিদ।
আরও পড়ুন:
সর্দার নয় অলিম্পিকে ভারতীয় হকি দলের অধিনায়ক শ্রীজেশ