World Archery Championships

ভারতীয় তিরন্দাজিতে ইতিহাস, পুরুষদের দলগত কমপাউন্ডে বিশ্বজয়, ফাইনালে পিছিয়ে পড়েও এল সোনা

পুরুষদের দলগত ইভেন্টে সোনা, মিক্সড ইভেন্টে রুপো এলেও ভারতকে পদকহীন থাকতে হল মহিলাদের দলগত ইভেন্টে। ২০১৭ সালের পর এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পেল না ভারতের মহিলা কমপাউন্ড দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৭
Share:

পুরুষদের বিশ্বজয়ী কমপাউন্ড দল। ফাইনালে জয়ের পর (উপরে) এবং সোনার পদক পাওয়ার পর (নীচে)। ছবি: এক্স।

ভারতীয় তিরন্দাজিতে ইতিহাস। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। রবিবার ফাইনালে ফ্রান্সকে ২৩৫-২৩৩ ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। তবে মহিলাদের দল গত আট বছরে প্রথম বার পদক জিততে পারল না।

Advertisement

ফাইনালের শুরুতে পিছিয়ে পড়েও বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। দেশকে সোনা এনে দিলেন ঋষভ যাদব, আমান সাইনি এবং প্রথমেশ ফুগে। প্রথম সেটে ৫৭-৫৯ পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন ভারতীয়েরা। দ্বিতীয় সেটে সমতা ফেরায় ভারত। ছ’টি ‘পারফেক্ট টেন’ মারেন ঋষভ, আমান, প্রথমেশরা। দ্বিতীয় সেটের পর দু’দলেরই পয়েন্ট ছিল ১১৭। হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃতীয় সেটেও। ১৭৬-১৭৬ পয়েন্টে শেষ হয় তৃতীয় সেট। নির্ণায়ক তৃতীয় সেটে চাপে পড়ে যান ফ্রান্সের তিরন্দাজেরা। তাঁদের দু’টি তির থেকে ৯ পয়েন্ট করে। ভারতের হয়ে শেষ তির ছোড়েন প্রথমেশ। তিন ভারতীয়ের মধ্যে ক্রমতালিকায় তিনিই সকলের শেষে রয়েছেন। তবে ঠান্ডা মাথায় ১০ পয়েন্ট তুলে নেন শেষ প্রচেষ্টায়। চতুর্থ রাউন্ডের পর ২ পয়েন্টের ব্যবধানে ফাইনাল জিতে নেয় ভারত।

এই প্রথম পুরুষদের দলগত কমপাউন্ড তিরন্দাজিতে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত। এই জয় নিয়ে ভারতীয় দলের কোচ জিওয়ানজ্যোৎ সিংহ তেজা বলেছেন, ‘‘এই জয় কোনও এক জনের কৃতিত্ব নয়। তিন জনেই দুর্দান্ত পারফর্ম করেছে। তবে চাপের মুখে শেষ শটে ১০ পয়েন্ট এনে দিয়েছে প্রথমেশ। ওকে কৃতিত্ব দিতেই হবে। এই পারফরম্যান্স আমাদের দলের মানসিক দৃঢ়তার প্রমাণ।’’

Advertisement

দিনের প্রথম পদক আসে মিক্সড টিম ইভেন্ট থেকে। ফাইনালে ১৫৫-১৫৭ পয়েন্টে নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। এই ফাইনালে ভারতের প্রতিনিধি ছিলেন ঋষভ এবং জ্যোতি সুরেখা। আট বছর পর পদক পেল না মহিলাদের কমপাউন্ড দল। প্রিকোয়ার্টার ফাইনালে ইটালির কাছে ২২৯-২৩৩ ব্যবধানে হেরে গিয়েছে ভারতীয় দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement