Asia Cup 2025

অপারেশন সিঁদুরের পর প্রথম বার মুখোমুখি, সূর্যকুমারদের সঙ্গে দেখা শাহিনদের, কথা হল কি?

পাকিস্তানের অনুশীলন শেষ হওয়ার আগে অনুশীলন শুরু করে দেয় ভারতীয় দল। মাঠের দু’দিকে একসঙ্গে বেশ খানিকটা সময় অনুশীলন করে দু’দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৬
Share:

(বাঁ দিকে) সূর্যকুমার যাদব এবং শাহিন আফ্রিদি (ডান দিকে)। —ফাইল চিত্র।

অপারেশন সিন্দুরের পর প্রথম বার একই মাঠে ভারত এবং পাকিস্তানের দল। তবে শহিন শাহ আফ্রিদিদের সঙ্গে কথা হল না সূর্যকুমার যাদবদের। হল না সৌজন্য বিনিময়ও। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অ্যাকাডেমির মাঠে দু’দল নিজেদের মতো করে অনুশীলন করল।

Advertisement

রবিবার ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন সলমন আঘারা। তার আগে শনিবার সন্ধে ৭টা থেকে অনুশীলন করেন পাকিস্তানের ক্রিকেটারেরা। একই দিনে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করল ভারতীয় দলও। আইসিসির অ্যাকাডেমির মাঠে পাকিস্তানের আগেই পৌঁছে যান সূর্যকুমার যাদবেরা। বিকাল ৫টা থেকে ছিল তাঁদের অনুশীলন। স্বাভাবিক ভাবেই আগ্রহ তৈরি হয়।

অপারেশন সিদুঁরের উত্তাপের পর প্রথম বার মুখোমুখি হওয়া দু’দেশের ক্রিকেটারেরা কি কথা বলবেন? কথা হলে কেমন থাকবে দু’দলের ক্রিকেটারদের মেজাজ? এমন নানা জল্পনা ছিলই। কিন্তু সে সময় মাঠে উপস্থিত সকলেই হতাশ হলেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দু’দল বেশ কিছুটা সময় একসঙ্গে মাঠে থাকলেও ক্রিকেটারদের মধ্যে কথা হয়নি। সৌজন্য বিনিময়ও করেননি ক্রিকেটারেরা। দু’দলই নিজের নিজের অনুশীলন নিয়ে ব্যস্ত ছিল। তাই মনে করা হচ্ছে, এশিয়া কাপে অপারেশন সিঁদুরের উত্তাপ থাকতে পারে। উল্লেখ্য, প্রাক্তন ক্রিকেটারদের প্রতিযোগিতায় শাহিদ আফ্রিদির দলের বিরুদ্ধে ম্যাচ খেলেননি যুবরাজ সিংহ, হরভজন সিংহেরা।

Advertisement

মাঠের এক দিকের নেটে অনুশীলন করে পাকিস্তান। রশিদ খান, নুর আহমেদদের বোলিং আক্রমণ সামলানোর জন্য অসমান বাউন্সের স্পিন সহায়ক পিচ বেছে নিয়েছিল পাকিস্তান শিবির। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অনুশীলন করেছেন পাকিস্তানের ক্রিকেটারেরা।

ভারতীয় শিবির প্রথম দিন অনুশীলন করেছে মাঠের অন্য প্রান্তে ব্যাটিং সহায়ক পিচে। ব্যাট, বল হাতে নেওয়ার আগে সূর্যকুমারদের করতে হয় ‘ব্রঙ্কো ড্রিল’। কোচ গৌতম গম্ভীর এবং দলের মেডিক্যাল স্টাফেরা নজর রেখেছিলেন ক্রিকেটারদের দিকে। ফিটনেসের ব্যাপারে কোনও রকম সমঝোতা করতে রাজি নন তাঁরা। গোটা প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন দলের ট্রেনার অ্যাড্রিয়ান লে রু। তাঁর কথা মতো ক্রিকেটারদের নম্বর ডায়েরিতে লিখে রাখছিলেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

‘ব্রঙ্কো ড্রিল’ শেষ হওয়ার পর দলের প্রধান ব্যাটারেরা সকলে প্রায় ১ ঘণ্টা করে নেটে অনুশীলন করেন। শুরুতে যান শুভমন গিল, অভিষেক শর্মা এবং তিলক বর্মা। তার পর যান সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ এবং জীতেশ শর্মা। তার পর হার্দিক পাণ্ড্য, শিবম দুবে এবং কুলদীপ যাদব। শেষে জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ এবং বরুণ চক্রবর্তী। শেষ দিকে ফিল্ডিং অনুশীলনও করে ভারতীয় দল।

প্রথম দিনের অনুশীলনে সঞ্জু স্যামসন তেমন ব্যাটিং অনুশীলন করেননি। কিছুক্ষণ থ্রো ডাউন নেওয়ার পর নেটে অল্প ব্যাট করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সঞ্জু ভাল ফর্মে আছে বলেই মনে হয়েছে তাঁদের। বেশ কিছু বড় শট নিয়েছেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। বল কয়েক বার পাকিস্তানের দিকেও চলে যায়। মাঠ কর্মীরা বল এনে দিয়েছেন। তবে প্রথম দিনের অনুশীলন দেখে মনে করা হচ্ছে, প্রথম একাদশে না-ও থাকতে পারেন সঞ্জু। গম্ভীরের পরিকল্পনায় সম্ভবত প্রাধান্য পাচ্ছেন জীতেশ। যে ১২ জন নেটে দীর্ঘ ক্ষণ ব্যাটিং করেছেন, তাঁদের মধ্যেও ছিলেন না সঞ্জু।

রবিবার পাকিস্তান-আফগানিস্তান ফাইনালের দিন ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছেন গম্ভীর। আসন্ন এশিয়া কাপের দুই প্রতিপক্ষকে এ দিন মেপে নেবে ভারতীয় শিবির। উল্লেখ্য, অপারেশন সিন্দুরের পর আগামী ১৪ সেপ্টেম্বর ২২ গজে প্রথম মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement