India

সামনেই ইংল্যান্ড সফর, কেমন হল কোহালির টি-২০ টিম

Advertisement
নিজস্ব প্রতিবেদন শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ১৬:৪৪
Share:
০১ ১৭

দক্ষিণ আফ্রিকার পর ফের বিদেশের মাটিতে খেলতে চলল কোহালির টিম। এ বার ইংল্যান্ড। স্বাভাবিক ভাবেই বড় চ্যালেঞ্জের সামনে অধিনায়ক বিরাট কোহালি। টেস্ট, ওডিআই-এর আগে হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। খেলা হবে জুলাইয়ের ৩, ৬ এবং ৮ তারিখ। কেমন টি-২০ দল যাচ্ছে এ বারের ইংল্যান্ড সফরে, কেমন তাঁদের রেকর্ড, এক বার দেখে নেওয়া যাক।

০২ ১৭

বিরাট কোহালি: দলের সেরা মুখ। যে কোনও মুহূর্তে ম্যাচের চেহারা পাল্টে দেওয়ার ক্ষমতা রয়েছে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। এখনও পর্যন্ত ৫৭টি টি২০ ম্যাচে করেছেন ১,৯৮৩ রান। সেরা স্কোর ৯০। স্ট্রাইক রেট ১৩৭.৭৬।

Advertisement
০৩ ১৭

শিখর ধবন: আপাতত ৩৬টি ম্যাচ খেলেছেন। করেছেন ৮৮৪ রান। স্ট্রাইক রেট ১২৮.৪৯।

০৪ ১৭

রোহিত শর্মা: ফর্মে থাকলে যে কোনও দলের পক্ষেই ভয়ঙ্কর। ৭৯টি ম্যাচে করেছেন ১,৮৫২ রান। ২টি শতরানও রয়েছে। স্ট্রাইক রেট ১৩৫.৭৮।

০৫ ১৭

লোকেশ রাহুল: আইপিএল নতুন করে চিনিয়েছে লোকেশ রাহুলকে। ১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে করেছেন ৫০০ রান। স্ট্রাইক রেট ১৪৬.৬৩। একটি শতরানও করেছেন।

০৬ ১৭

সুরেশ রায়না: ৭৩টি ম্যাচে করেছেন ১,৪৯৮ রান। একটি শতরানও করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩৩.৮৭।

০৭ ১৭

মণীশ পাণ্ড্য: এখনও পর্যন্ত ২৩টি ম্যাচে করেছেন ৪৯৪ রান। স্ট্রাইক রেট ১২৭.৩২ রান।

০৮ ১৭

এম এস ধোনি: ‘মিস্টার কুল’কে বাদ দিয়ে এখনও ভাবা যাচ্ছে না ভারতীয় দলকে। ৮৯টি ম্যাচে ১,৪৪৪ রান করেছেন। স্ট্রাইক রেট ১২৬.৫৬।

০৯ ১৭

হার্দিক পাণ্ড্য: অলরাউন্ডার পাণ্ড্য ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ৩০ ম্যাচে ১৮৮ রান করেছেন। পেয়েছেন ২৬টি উইকেট।

১০ ১৭

দীনেশ কার্তিক: টি২০ ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম ভরসা। দারুণ ফিনিশার। ২০ ম্যাচে ২৬৯ রান করেছেন। স্ট্রাইক রে়ট ১৪৫.৪১।

১১ ১৭

যুজবেন্দ্র চহাল: অধিনায়ক কোহালির বিরাট ভরসা। বোলার চহালের দ্রুত উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে। ২১টি ম্যাচে ৩৫টি উইকেট নিয়েছেন তিনি।

১২ ১৭

কুলদীপ যাদব: বাঁ হাতি কুলদীপ এখনও তেমন ভাবে টি২০তে সুযোগ পাননি। খেলেছেন মাত্র ৮টি ম্যাচ। ১২ উইকেট পেয়েছেন তিনি। 

১৩ ১৭

ওয়াশিংটন সুন্দর: আইপিএল-এ নিজেকে প্রমাণ করেছেন। ইংল্যান্ড সফর তরুণ ওয়াশিংটনের সামনে সুন্দর সুযোগ। আপাতত ৬টি ম্যাচে ৯টি উইকেট পেয়েছেন।

১৪ ১৭

ভুবনেশ্বর কুমার: ভারতীয় দলের পেস আক্রমণের বড় ভরসা। উইকেট নেওয়া ক্ষমতা রয়েছে। ২৬টি ম্যাচে পেয়েছেন ২৮ উইকেট। সেরা ২৪ রানে পাঁচ উইকেট।

১৫ ১৭

জসপ্রীত বুমরাহ: ভুবনেশ্বরের পরই দলের ভরসার বোলার। ৩৪টি ম্যাচে ৪১ উইকেট পেয়েছেন। ওভার পিছু দিয়েছেন ৬.৮৬ রান।

১৬ ১৭

সিদ্ধার্থ কল: ইংল্যান্ড সফরে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। আইপিএল-এ ভাল খেলার ফলে এ বার ভারতীয় দলে সুযোগ মিলল।

১৭ ১৭

উমেশ যাদব: এক দিনের ম্যাচে ভারতীয় দলে নিয়মিত সদস্য। যদিও টি-২০তে সে ভাবে সুযোগ পাননি। ইংল্যান্ড সফরে সুযোগ পেতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement