চিলের সঙ্গে ড্র ভারতের

এ দিন মেক্সিকো সিটিতে শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলতে শুরু করেছিল লুইস নর্টন দে মাতোসের ভারত। কিন্তু বিরতির পাঁচ মিনিট আগে কর্নার থেকে ভারতীয় ডিফেন্ডারদের ভুলত্রুটির সুযোগে এগিয়ে যায় চিলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ০৩:২৬
Share:

দরজায় কড়া নাড়ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। তার আগে মেক্সিকোতে চার দেশীয় ফুটবল প্রতিযোগিতায় রবিবার চিলের অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ১-১ ড্র করল ভারত। তাও আবার দশ জনে খেলে। প্রথমার্ধে ০-১ পিছিয়ে থেকে।

Advertisement

এ দিন মেক্সিকো সিটিতে শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলতে শুরু করেছিল লুইস নর্টন দে মাতোসের ভারত। কিন্তু বিরতির পাঁচ মিনিট আগে কর্নার থেকে ভারতীয় ডিফেন্ডারদের ভুলত্রুটির সুযোগে এগিয়ে যায় চিলে।

আরও পড়ুন: বোল্টই অনুপ্রেরণা, দৌড় জিতে বললেন গ্যাটলিন

Advertisement

০-১ পিছিয়ে গিয়ে দ্বিতীয়ার্ধে প্রবল ভাবেই ম্যাচে ফিরে আসে ভারতীয় দল। ৫৫ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন অনিকেত যাদব। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে যান নঙ্গদাম্বা নাওরেম। তবে ১-১ হওয়ার দু’মিনিট পরেই চিলের খেলোয়াড়দের অবৈধ ভাবে বাধা দেওয়ায় রেফারি মার্চিং অর্ডার দেন অনিকেতকে। ফলে শেষ ছয় মিনিট দশ জনে খেলতে হয় ভারতীয়দের।

চার দেশীয় এই টুর্নামেন্টে ভারত ও চিলে ছাড়াও খেলছে মেক্সিকো ও কলম্বিয়া। টুর্নামেন্টে মেক্সিকো ও কলম্বিয়ার কাছে ৫-১ ও ৩-০ চূর্ণ হলেও চিলের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে সমীহ আদায় করে নিল ভারতের খুদেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন