Cricket

ওপেনারদের দাপট, ত্রিদেশীয় টি২০-তে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারত

অজিদের রান তাড়া করতে হলে প্রথম থেকেই পাল্টা মারের খেলা শুরু করতে হত। সেটাই করেন ভারতের মহিলা ক্রিকেটাররা।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৯
Share:

অজিদের বিরুদ্ধে ঝলসে উঠল মান্ধানার ব্যাট। ছবি— টুইটার থেকে।

দু’বল বাকি থাকতে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজে শনিবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

Advertisement

২০ ওভারে অস্ট্রেলিয়া করে পাঁচ উইকেটে ১৭৩ রান। শুরুটা ভাল করতে পারেনি অজিরা। প্রথম দু’উইকেট চলে যায় দ্রুত। গার্ডনার ৫৭ বলে মারমুখী ৯৩ রানের ইনিংস খেলেন। ১১টি বাউন্ডারি ও তিনটি ছক্কায় সাজানো ছিল গার্ডনারের ইনিংস। অধিনায়ক ল্যানিং চটজলদি ২২ বলে ৩৭ রান করেন।

অজিদের রান তাড়া করতে হলে প্রথম থেকেই পাল্টা মারের খেলা শুরু করতে হত। সেটাই করেন ভারতের মহিলা ক্রিকেটাররা। ওপেনার শেফালি বর্মা ২৮ বলে ৪৯ রান করেন। স্মৃতি মান্ধানাও ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন।

Advertisement

আরও পড়ুন: কোহালির আকর্ষণেই তিনি ক্রিকেটভক্ত, বলছেন গঞ্জালেস

দুই ওপেনারের মারকুটে ব্যাটিংয়ের জন্যই অজিদের রান টপকাতে বেগ পেতে হয়নি ভারতকে। তিন নম্বরে ব্যাট করতে নামা জেমাইমা রডরিগেজও ১৯ বলে ৩০ রান করেন। তিনি আউট হওয়ার পরে বাকি কাজটা সারেন হরমনপ্রীত কউর (২০ নট আউট) ও দীপ্তি শর্মা (১১ নট আউট)। ১৯.৪ ওভারে ভারত তিন উইকেটে ১৭৭ রান করে ম্যাচ জিতে নেয়।

আরও পড়ুন: দিনরাতের টেস্টে প্রথম পর্বটাই কঠিন, বলছেন সচিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন