অনিশ্চিত সিরিজ

ভারত-পাকিস্তান সম্পর্ক ক্রমশ আরও অগ্নিগর্ভ হতে থাকায় ঘোরতর অনিশ্চিত ভারতীয় মহিলা দলের পাকিস্তান সিরিজ। সিরিজ থেকে আইসিসি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট আসার কথা। যা সরাসরি ২০১৭ বিশ্বকাপে ঢোকার জন্য জরুরি বলে দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ।

Advertisement
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ০৪:১৪
Share:

ভারত-পাকিস্তান সম্পর্ক ক্রমশ আরও অগ্নিগর্ভ হতে থাকায় ঘোরতর অনিশ্চিত ভারতীয় মহিলা দলের পাকিস্তান সিরিজ। সিরিজ থেকে আইসিসি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট আসার কথা। যা সরাসরি ২০১৭ বিশ্বকাপে ঢোকার জন্য জরুরি বলে দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনও ক্রীড়া সম্পর্ক না রাখার কেন্দ্রীয় সরকারের বর্তমান নীতির কারণে সিরিজ হওয়া অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে। আইসিসি-র সূচি মেনে সিরিজ করার জন্য অক্টোবরের শেষ পর্যন্ত সময় রয়েছে। মিতালি রাজদের সম্ভবত দুবাইয়ে খেলতে হবে পাকিস্তানের এই হোম সিরিজ। এখনও পাক বোর্ডের আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান, কোনওটাই করেনি ভারতীয় বোর্ড। এক বোর্ড কর্তার কথায়, ‘‘সবটাই কেন্দ্রীয় সরকারের হাতে। আমাদের কিছু করার নেই।’’ অন্য দিকে আইসিসি বলেছে, ‘‘সিরিজ না হলে বিষয়টা টেকনিক্যাল কমিটিতে পাঠানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন