wrestling

Wrestling: এশীয় কুস্তিতে সোনার হ্যাটট্রিক রবির

ইরানের রহমান আমৌজাদখলিলির বিরুদ্ধে ৬৫ কেজি বিভাগে হাড্ডাহাড্ডি লড়ে ১-৩ হেরে রুপো পান বজরং পুনিয়া। অন্য ফাইনালে গৌরব বালিয়া ৭৯ কেজি বিভাগে শেষ পর্যন্ত ৯-৯ করেও হারেন। তিনিও রুপো পেয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ০৮:৫৩
Share:

কীর্তিমান: সোনা জয়ের পরে কুস্তিগির রবি দাহিয়া। টুইটার

এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের হ্যাটট্রিক করলেন ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া। এর আগে গত বছর টোকিয়ো অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন তিনি।

Advertisement

শনিবার মঙ্গোলিয়ায় রবি সোনা জিতেছেন ৫৭ কেজি বিভাগে। রুপো পেয়েছেন বজরং পুনিয়া (৬৫ কেজি) ও গৌরব বালিয়া (৭৯ কেজি)। রবি প্রথম ভারতীয় কুস্তিগির, যিনি এশীয় চ্যাম্পিয়নশিপ থেকে রেকর্ড গড়ে তিনটি সোনা জিতলেন।

রবি ফাইনালে হারান কাজ়াখস্তানের রাখাত কালঝানকে। উল্লেখ্য, ২০২০ সালে দিল্লিতে এবং ২০২১ সালে আলমাটিতে অনুষ্ঠিত এশীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি। বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে ডান কোলোভ ইভেন্টে রুপো পান তিনি।

Advertisement

রবি ফাইনালে জেতেন টেকনিক্যাল প্রাধান্য (টেকনিক্যাল সুপিরিয়োরিটি) মেনে। নির্দিষ্ট সময়ের মধ্যে রবিকে নড়াতে পারেননি কাজ়াখস্তানের কুস্তিগির। ফাইনালে ওঠার পথে তিনি হারান জাপানের রিকুতো আরাই ও মঙ্গোলিয়ার জানাবাজার জানদানবুদকে।

ইরানের রহমান আমৌজাদখলিলির বিরুদ্ধে ৬৫ কেজি বিভাগে হাড্ডাহাড্ডি লড়ে ১-৩ হেরে রুপো পান বজরং পুনিয়া। অন্য ফাইনালে গৌরব বালিয়া ৭৯ কেজি বিভাগে শেষ পর্যন্ত ৯-৯ করেও হারেন। তিনিও রুপো পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন