Archery World Cup

চিনের মাটিতে বিশ্বজয় ভারতীয় তিরন্দাজদের, পুরুষদের দলগত ইভেন্টে সোনা-সহ তিন পদক

আমেরিকায় প্রথম পর্যায়ের কমপাউন্ড তিরন্দাজি বিশ্বকাপে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতের পুরুষ দলকে। চিনে দ্বিতীয় পর্যায়ের বিশ্বকাপে সোনা জিতে সেই আক্ষেপ মেটালেন তিরন্দাজেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ২০:২৩
Share:

বিশ্বজয়ী ভারতীয় দল। ছবি: এক্স (টুইটার)।

তিরন্দাজিতে আবার ভারতের বিশ্বজয়। চিনের সাংহাইয়ে আয়োজিত কমপাউন্ড তিরন্দাজি বিশ্বকাপের দ্বিতীয় পর্যায়ে দলগত ইভেন্টে সোনা জিতল ভারতের পুরুষ দল। মহিলা এবং মিক্সড দলও পদক জিতেছে বিশ্বকাপে।

Advertisement

পুরুষদের সোনাজয়ী দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওতালে এবং ঋষভ যাদব। ফাইনালে তাঁরা মেক্সিকোকে ২৩২-২২৮ ব্যবধানে হারান। ফাইনালে ফেভারিট হিসাবে নেমেছিল মেক্সিকোই। দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। মেক্সিকোর কাছে মহিলা দলের হারের বদলা নেয় ভারতের পুরুষ দল। প্রথম পর্যায়ের বিশ্বকাপে ফাইনালে হেরে রুপো পেয়েছিল ভারতীয় দল।

পুরুষ দলের মতো ফাইনালে উঠেছিল মহিলাদের দলও। তবে তাদের রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। জ্যোতি সুরেখা ভেন্নাম, মধুরা ধমনগাঁওকর এবং চিকিতা তনিপার্থী ২২১-২৩৪ ব্যবধানে হেরে যান মেক্সিকোর কাছে। দলগত মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে ভারত। অভিষেক এবং মধুরার জুটি তৃতীয় স্থানের ম্যাচে তীব্র লড়াইয়ের পর জয় পায় মালয়েশিয়ার বিরুদ্ধে।

Advertisement

উল্লেখ্য, আমেরিকায় আয়োজিত প্রথম পর্যায়ের রিকার্ভ বিশ্বকাপে চারটি পদক জিতেছিল ভারত। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন ধীরজ বোম্মাদেভেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement