প্রথম ম্যাচেই অনিশ্চিত নাতো

স্পেনেই চোট পেয়েছিলেন নাতো। হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল তাঁর। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। এখন রিহ্যাব চলছে। আটলেটিকো টিম সূত্রের খবর, ২ অক্টোবর চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে এখন পর্যন্ত অনিশ্চিতের তালিকাতেই রয়েছেন নাতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫১
Share:

এটিকে প্র্যাকটিসে পস্টিগা। সোমবার। ছবি: উৎপল সরকার

স্পেনেই চোট পেয়েছিলেন নাতো। হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল তাঁর। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। এখন রিহ্যাব চলছে। আটলেটিকো টিম সূত্রের খবর, ২ অক্টোবর চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে এখন পর্যন্ত অনিশ্চিতের তালিকাতেই রয়েছেন নাতো। আইএসএলের প্রথম বছর থেকেই আটলেটিকো দে কলকাতার সঙ্গে যুক্ত রয়েছেন নাতো। টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি। তাঁর না থাকাটা নিঃসন্দেহে কলকাতা টিমের কাছে বড় ধাক্কা হতে পারে। এ দিকে রবিবার দীপেন্দু বিশ্বাস একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পাঁজরে চোট পেয়েছেন পাবলো। ডাক্তারি পরীক্ষার পরই জানা যাবে, তাঁর চোট কতটা গুরুতর। সব মিলিয়ে আইএসএল-থ্রি শুরু হওয়ার আগেই চোটে কাবু কলকাতা শিবির।

Advertisement

এ দিকে নতুন কোচ জোসে মোলিনাতে মজেছেন এটিকে ফুটবলাররা। মোলিনার মধ্যে টিমের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের ছায়া থাকলেও, পার্থক্যও রয়েছে অনেক। ফুটবলারদের হাল্কা মেজাজে রাখতে তিনি সবার সঙ্গে ঠাট্টা-ইয়ার্কি করেন। তবে মাঠের মধ্যে মোলিনা আবার খুবই সিরিয়াস। প্র্যাকটিসের সময় বাদ দিয়ে ফুটবলারদের উপর কোনও কড়া বিধিনিষেধ রাখেননি মোলিনা। আজ মঙ্গলবার ফুটবলারদের ছুটি দিয়েছেন তিনি। সেই কারণে অর্ণব মণ্ডল-শিল্টন পাল-জুয়েল রাজারা বাড়ি ফিরে গিয়েছেন। বুধবার প্র্যাকটিসে যোগ দেবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement