Pragyan Ojha suffered head injury

মাথায় চোট পেয়ে হাসপাতালে প্রজ্ঞান ওঝা

গ্রেটার নয়ডায় ঘটনা। খেলা চলছিল ইন্ডিয়া ব্লু ও ইন্ডিয়া গ্রিনের মধ্যে। তখনই ঘটে যায় ঘটনা। বুধবার দলীপ ট্রফির ম্যাচ চলছিল। ইন্ডিয়া গ্রীনের হয়ে মিড-অনে ফিল্ডিং করছিলেন প্রজ্ঞান ওঝা। ম্যাচের ৬৩তম ওভার চলছিল। ইন্ডিয়া ব্লুয়ের হয়ে তখন ব্যাট করছিলেন পঙ্কজ সিংহ

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩০
Share:

হাসপাতালে প্রজ্ঞান ওঝা। ছবি: বিসিসিআই টুইটার।

গ্রেটার নয়ডায় ঘটনা। খেলা চলছিল ইন্ডিয়া ব্লু ও ইন্ডিয়া গ্রিনের মধ্যে। তখনই ঘটে যায় ঘটনা। বুধবার দলীপ ট্রফির ম্যাচ চলছিল। ইন্ডিয়া গ্রীনের হয়ে মিড-অনে ফিল্ডিং করছিলেন প্রজ্ঞান ওঝা। ম্যাচের ৬৩তম ওভার চলছিল। ইন্ডিয়া ব্লুয়ের হয়ে তখন ব্যাট করছিলেন পঙ্কজ সিংহ। শ্রেয়াস গোপালের বলে ব্যাট চালিয়েছিলেন পঙ্কজ। সেই বল মিড-অনে দাঁড়িয়ে থাকা প্রজ্ঞানের সামনে ড্রপ খেয়ে গিয়ে লাগে প্রজ্ঞানের মাথার বাঁদিকে। মাঠেই বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই স্ট্রেচারে করে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে স্টেডিয়ামের পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য।

Advertisement

পরে বিসিসিআই-এর পক্ষ থেক প্রজ্ঞানের ছবি টুইট করে বলা হয় সুস্থ আছেন তিনি। তবে, তাঁর শরীরের অবস্থার দিকে নজর রাখতে হাসপাতালেই থাকতে হচ্ছে তাঁকে।

প্রজ্ঞান ওঝার চোটের ভিডিও দেখুন

Advertisement

প্রজ্ঞান ওঝার চোটের ভিডিও দেখুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement