আন্তঃ বিশ্ববিদ্যালয় যোগ প্রতিযোগিতা

আন্তঃবিশ্ববিদ্যালয় যোগা প্রতিযোগিতায় যোগ দিতে হরিয়ানায় গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দু’টি দল। ১৬ থেকে ১৯ মার্চ হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের এই প্রতিযোগিতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০২:১৮
Share:

প্রস্তুতি: চলছে প্রশিক্ষণ। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

আন্তঃবিশ্ববিদ্যালয় যোগা প্রতিযোগিতায় যোগ দিতে হরিয়ানায় গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দু’টি দল। ১৬ থেকে ১৯ মার্চ হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের এই প্রতিযোগিতা।

Advertisement

কেন্দ্রীয় যুবকল্যাণ দফতর, ক্রীড়া দফতর, অ্যাসসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস-এর পরিচালনায় এই প্রতিযোগিতায় সারা ভারতের ১৫৪টি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ছেলে-মেয়ের দুটি দল যোগ দেবে এই প্রতিযোগিতায়। প্রতি দলে ছয় জন করে প্রতিযোগী থাকবে। তিন দিনের প্রতিযোগিতায় বেছে নেওয়া হবে সারা দেশের প্রথম তিনটি দল। এই প্রতিযোগিতার বিচার হয় দলগত ভাবে প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। প্রত্যেক প্রতিযোগী ১০০ নম্বরের পরীক্ষা দেয়। ১০০ নম্বরের পরীক্ষায় ১০ নম্বরের ১০টি যোগ এবং আসন করতে হবে। দু’টি ষটক্রিয়ায় ২০ নম্বর, সূর্যপ্রণাম ১০ নম্বর, চারটি আবশ্যিক আসনে ৪০ নম্বর। সেগুলি হল পশ্চিমোত্থানাসন, সর্বাঙ্গাসন, পূর্ণধনুরাসন, কর্ণপিঠাসন ও পছন্দের ৩টি আসনে ৩০ নম্বর।

আগের বছর হরিয়ানার ঝিন্দ বিশ্ববিদ্যালয়ে যোগা প্রতিযোগিতায় মোট ১৮৬টি দলের মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দল দশম ও ছেলেদের দল পনেরো নম্বর স্থান দখল করে। এ বছর মেয়েদের দলের সদস্য বুলটি বর্মন ও ছেলেদের দলের সদস্য শঙ্করমোহন সিংহ— দু’জনেই ভাল ফল করার ব্যাপারে আশাবাদী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন