সিএবি ওয়েবসাইট হ্যাকিংয়ের তদন্ত শুরু

শুক্রবার রাত একটা নাগাদ ‘হ্যাক’ করা হয় সিএবির ওয়েবসাইট। যাতে সিএবি সংক্রান্ত যাবতীয় তথ্য ছাড়াও নিয়মিত দেওয়া হয়ে থাকে স্থানীয় ক্রিকেটের লাইভ স্কোর। শনিবার বিদেশ থেকে শহরে ফিরে বিষয়টা জানতে পারেন অন্যতম যুগ্মসচিব অভিষেক ডালমিয়া। পরের দিনই তিনি লালবাজারের সাইবার সেলে অভিযোগ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০৪:৩৯
Share:

কী ভাবে ‘হ্যাক’ হয়ে গেল তাদের সরকারি ওয়েবসাইট, তা নিয়ে বিশ বাঁও জলে সিএবি। কে বা কারা করল এমন কাজ, তা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার সেল। সিএবি কর্তাদের বেশি অবাক করেছে ওয়েবসাইটের আংশিক ‘হ্যাক’ হওয়া। অভিযোগ, ওয়েবসাইটের শুধু হোমপেজটি হ্যাক করা হয়েছে। তাই অনেকের ধারণা, কোনও কাঁচা হাতের কাজ এটা।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার রাত একটা নাগাদ ‘হ্যাক’ করা হয় সিএবির ওয়েবসাইট। যাতে সিএবি সংক্রান্ত যাবতীয় তথ্য ছাড়াও নিয়মিত দেওয়া হয়ে থাকে স্থানীয় ক্রিকেটের লাইভ স্কোর। শনিবার বিদেশ থেকে শহরে ফিরে বিষয়টা জানতে পারেন অন্যতম যুগ্মসচিব অভিষেক ডালমিয়া। পরের দিনই তিনি লালবাজারের সাইবার সেলে অভিযোগ করেন। ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান বিশাল গর্গ এ দিন লালবাজারে বলেন, ‘‘আমরা রবিবার সিএবি-র কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।’’ প্রসঙ্গত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটও গত মাসে হ্যাক করেছিল মধ্য প্রাচ্যের এক হ্যাকার।

আরও পড়ুন: বাংলাদেশে ক্রিকেট এখন সকলের স্বপ্ন

Advertisement

‘হ্যাক’ করা হলেও সিএবি ওয়েবসাইটে লাইভ স্কোরের অংশটি চালু ছিল মঙ্গলবার বিকেল পর্যন্ত। সন্ধ্যা থেকে তাও বন্ধ করে দেওয়া হয়। শুধু হোমপেজ অকেজো করে দেওয়ায় ডালমিয়ার ধারণা, ‘‘হয়তো এ কোনও কাঁচা হাতের কাজ। কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে কী না জানি না। তবে ওয়েবসাইটের নিরাপত্তার জন্য আরও ভাল প্রযুক্তি আনতে হবে আমাদের।’’

এ দিকে গত তিন দিন ধরে ইডেন ক্লাব হাউসে ওয়াই ফাই যোগাযোগও বন্ধ। যার খবর নাকি যুগ্মসচিবকে দেওয়াই হয়নি। প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বিদেশে যাওয়ার পর বঙ্গ ক্রিকেটের অন্দরমহলও যেন কেমন ঝিমিয়ে পড়েছে। প্রেসিডেন্ট চেকে সই করে যাননি বলে চলতি মাসে কর্মীদের বেতন দেওয়া হয়নি বলেই কি এই অবস্থা? শীর্ষকর্তারা এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে প্রেসিডেন্ট দেশে ফেরার আগেই কর্মীদের বেতনের ব্যবস্থা হচ্ছে বলে সিএবি সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement