নির্বাচক ইনজামামের কড়া দাওয়াই

পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটির প্রধান হয়েই ইনজামাম-উল-হক কড়া হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। আসন্ন ইংল্যান্ড সফরে পাকিস্তানের প্রাথমিক ক্রিকেটারদের তালিকা থেকে বাদ দেওয়া হল উমর আকমল, আহমেদ শেহদাজের সঙ্গে শাহিদ আফ্রিদিকেও।

Advertisement
শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০৩:১৭
Share:

পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটির প্রধান হয়েই ইনজামাম-উল-হক কড়া হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। আসন্ন ইংল্যান্ড সফরে পাকিস্তানের প্রাথমিক ক্রিকেটারদের তালিকা থেকে বাদ দেওয়া হল উমর আকমল, আহমেদ শেহদাজের সঙ্গে শাহিদ আফ্রিদিকেও। যদিও সফরে দু’দেশের মধ্যে একটা টি-টোয়েন্টি ম্যাচ আছে। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফম্যান্সের পর কোচ ওয়াকার ইউনিস পদত্যাগ করা ছাড়াও আকমলের মতো জনাকয়েক প্লেয়ারের কাজকর্মে বিরক্ত পাক বোর্ড। ইংল্যান্ড সফরের কন্ডিশনিং ক্যাম্পের জন্য ক্রিকেটারদের নাম জানানোর সময় এ দিন ইনজামামের কথাতেও তার স্পষ্ট ইঙ্গিত— ‘‘শেহজাদ, আকমলকে বাদ দেওয়া হয়েছে অতীতে ওদের শৃঙ্খলাজনিত রিপোর্ট খতিয়ে দেখে। ওদের সাম্প্রতিক পারফরম্যান্সও যেমন ভাল নয়, তেমনই আচরণও ভাল নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement