IOA

ছাঁটাই চিনা সংস্থা, অলিম্পিক্সে সিন্ধুদের জন্য নতুন স্পনসর খুঁজতে হচ্ছে ভারতকে

এখনও ভারতীয় দলের নতুন স্পনসরের খোঁজ করছেন কর্তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৫:৪৫
Share:

প্রতীকী ছবি

টোকিয়ো অলিম্পিক্সের জন্য নতুন জার্সি কিছুদিন আগেই প্রকাশ করেছিল ভারত। তবে চিনা সংস্থার তৈরি করা সেই জার্সি নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। এর জেরেই সেই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভারত। ভারতীয়দের চিনা দ্রব্য বর্জন করার ডাক দেওয়ার পরও অলিম্পিক্সের মত বড় মঞ্চে পোশাক স্পনসর হিসেবে চিনা সংস্থাকে দায়িত্ব দেওয়ায় শুরু হয় বিতর্ক।

Advertisement

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা নরেন্দ্র বাত্রা ও রাজিব মেহতা জানান, ‘‘আমরা সমর্থকদের আবেগ সম্পর্কে অবগত। সেই জন্যই আইওএ-এর তরফ থেকে পোশাক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের খেলোয়াড়, কোচ, সহকারী কারও পোশাকেই কোনও স্পনসর থাকছে না।’’

তবে এখনও ভারতীয় দলের নতুন স্পনসরের খোঁজ করছেন কর্তারা। বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বলে দাবি কর্তাদের। তাদের সঙ্গে কথা বলছেন তাঁরা। সব ঠিক থাকলে নতুন স্পন্সরও পেয়ে যেতে পারে ভারতের অলিম্পিক্স সংস্থা।

Advertisement
আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন