KKR

দেখুন, কেমন ছিল দিল্লির বিরুদ্ধে রাসেলের ১২ বলের ইনিংসটি

টি-২০ ক্রিকেটে তিনি সব সময়েই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ব্যাট হাতে যে কোনও সময় ঝড় তুলতে পারেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। টি-২০তে রাসেল কেন ভয়ঙ্কর, সোমবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ইডেনে ১২ বলের ইনিংস তা আবারও প্রমাণ করল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ১৩:১৪
Share:
০১ ১৩

টি-২০ ক্রিকেটে তিনি সব সময়েই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ব্যাট হাতে যে কোনও সময় ঝড় তুলতে পারেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। টি-২০তে রাসেল কেন ভয়ঙ্কর, সোমবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ইডেনে ১২ বলের ইনিংস তা আবারও প্রমাণ করল। যখন ব্যাট করতে নামলেন তখন ১৩.৪ ওভারে ১১৭-৪। আর যখন আউট হলেন তখন কেকেআর-এর স্কোর ১৭৮-৫। ১২ বলে ৪১। স্ট্রাইক রেট ৩৪১.৬৬! ছক্কা মারলেন ছ’টি। দেখে নেওয়া যাক কেমন ছিল রাসেলের সেই ১২ বলের ইনিংসটি।

০২ ১৩

প্রথম বল: মহম্মদ শামির বলে এক রান।

Advertisement
০৩ ১৩

দ্বিতীয় বল: বোলার শামিকে ছয় মেরে উড়িয়ে দিলেন।

০৪ ১৩

তৃতীয় বল: তখন রাসেলের রান মাত্র ৭। কঠিন ক্যাচ পড়ল। দুই রান নিলেন রাসেল।

০৫ ১৩

চতুর্থ বল: ছয়।

০৬ ১৩

পঞ্চম বল: ওভারের শেষ বল করলেন শামি। ফের সহজেই মাঠের বাইরে পাঠালেন রাসেল।

০৭ ১৩

ষষ্ঠ বল: বোলার ক্রিস মরিসের পঞ্চম বল। কোনও রান নিতে পারেননি রাসেল।

০৮ ১৩

সপ্তম বল: ওভারের শেষ বল করলেন মরিস। এক রান নিলেন রাসেল।

০৯ ১৩

অষ্টম বল: শামির নতুন ওভারের প্রথম বল। ছয় মারলেন রাসেল।

১০ ১৩

নবম বল: নিজের নবম বলে এক রান নিয়েই সন্তুষ্ট থাকতে হল এই ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারটিকে।

১১ ১৩

দশম বল: শামির পঞ্চম বল। ব্যাট হাতে রাসেল। ফের ছয়।

১২ ১৩

একাদশতম বল: ফের ছয়।

১৩ ১৩

দ্বাদশতম বল: ট্রেন্ট বোল্টের বলে আউট হলেন রাসেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement