Sports News

১১তম আইপিএল-এর লক্ষ্যে কোথায় দুই দল, দেখুন ভিডিও

সেই রশিদ খানের দাপটেই ফাইনালে যাওয়া হয়নি কেকেআর-এর। কলকাতার মাঠে এসে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ছিনিয়ে নিয়ে গিয়েছেন ফাইনাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ১৭:৩৭
Share:

ক্যাপ্টেন কুলের নতুন পরীক্ষা। ছবি: এএফপি।

আজ লড়াইটা আসলে কার? দুই দলের না দুই ব্যাক্তিত্বের? আসলে আইপিএল যখন শুরু হয়েছিল তখন তাঁকে নিয়ে একটা প্রত্যাশা ছিলই। কিন্তু আইপিএল যত এগিয়েছে ততই চমক দেখিয়েছে এই আফগান যুবক। কখনও তাঁর হাতে ঘুরেছে বল আবার কখনও ব্য়াটের ঘায়ে বল আকাশ ছুয়েছে।

Advertisement

সেই রশিদ খানের দাপটেই ফাইনালে যাওয়া হয়নি কেকেআর-এর। কলকাতার মাঠে এসে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ছিনিয়ে নিয়ে গিয়েছেন ফাইনাল। তাই ওয়াংখেড়েতে নামার আগে চেন্নাইয়ের মাথায় শুধুই রশিদ খান। অনেকেতে মনেই করছেন আসলে আজকের খেলা হবে ধোনির বুদ্ধি আর রশিদের চমকের।

হায়দ্রাবাদের সামনে অবশ্য বদলার ম্যাচও বটে। প্রথম কোয়ালিফাইংয়ে এই চেন্নাইয়ের কাছেই হারের মুখ দেখতে হয়েছিল তাদের। অন্যদিকে ধোনিদের কাছে দু’বছরের নির্বাসন কাটিয়ে ফেরাটাকে চ্যাম্পিয়ন হয়ে আইপিএল-এর ইতিহাসে লিখে রাখা। তাই লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। কেউ যে এক ইঞ্চিও জায়গা ছাড়বে না সেটাই স্বাভাবিক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন