IPL

কেকেআর ছিটকে গেলেও রাসেলের ঝুলিতে দারুণ পুরস্কার

ইডেন গার্ডেন্সে রাসেল খেলেছিলেন ৪০ বলে ৮০ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে হার্দিক পাণ্ড্য প্রায় ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ১৯:১৮
Share:

কেকেআর-এর মুখ রেখেছেন রাসেল। ছবি: পিটিআই।

কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্লে অফে পৌঁছতে না পারলেও শহরের দলের মুখ রাখলেন আন্দ্রে রাসেল।

Advertisement

টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। আইপিএল জুড়ে কেকেআর তারকার ব্যাট কথা বলেছে। খুব কঠিন পরিস্থিতি থেকে একাধিক বার নাইটদের জিতিয়েছেন রাসেল। মোট ৫১০ রান করেছেন ‘ক্যারিবিয়ান দৈত্য’। নিয়েছেন ১১টি উইকেট। ম্যাচের উপরে রাসেলের প্রভাব ছিল অপরিসীম। সব অর্থেই এ বার রাসেলই ছিলেন কেকেআর-এর সব চেয়ে উজ্জ্বল তারকা।

রাসেলের পিছনেই রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ড্য। আইপিএলে পাণ্ড্যর দারুণ পারফরম্যান্সের জন্য অনেকেই বলেছেন, তিনিই মুম্বইয়ের আসল ক্রিকেটার। বল করার পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠেছেন পাণ্ড্য।

Advertisement

আরও খবর: টাকার খেলা আইপিএল, পুরস্কার মূল্য জানলে চোখ কপালে উঠবে

আরও খবর: পর পর চার ম্যাচে হার, মুম্বই ভীতিই কি হারিয়ে দিল চেন্নাইকে?

ইডেন গার্ডেন্সে রাসেল খেলেছিলেন ৪০ বলে ৮০ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে হার্দিক পাণ্ড্য প্রায় ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সকে। ৩৪ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন পাণ্ড্য। মূল্যবান ক্রিকেটার হওয়ার দৌড়ে পাণ্ড্যকে পিছনে ফেলে রাসেলই জিতে নিলেন পুরস্কার। পেলেন এক লক্ষ টাকা। যদিও তিনি উপস্থিত ছিলেন না। রাসেলের হয়ে পুরস্কার নেন শুবমান গিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement