Sport News

হায়দরাবাদকে হারাতে কোন ১১ জনকে ভরসা করছেন মেন্টর সৌরভ?

২০১২-তে পঞ্চম আইপিএল শেষ বার প্লে-অফে গিয়েছিল দিল্লি। এ বারের টুর্নামেন্টে প্লে-অফে উঠে বহু বিশেষজ্ঞের হিসেবই উল্টে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম এলিমিনেটরে আজ, বুধবার রাতে তাদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। আজকের ম্যাচ জিতে প্রথমবার টুর্নামেন্ট জেতার পথে এক ধাপ এগোতে কেমন দল নামাতে পারেন মেন্টর সৌরভ?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ১২:৫২
Share:
০১ ১২

২০১২-তে পঞ্চম আইপিএল শেষ বার প্লে-অফে গিয়েছিল দিল্লি। এ বারের টুর্নামেন্টে প্লে-অফে উঠে বহু বিশেষজ্ঞের হিসেবই উল্টে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম এলিমিনেটরে আজ, বুধবার রাতে তাদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। আজকের ম্যাচ জিতে প্রথমবার টুর্নামেন্ট জেতার পথে এক ধাপ এগোতে কেমন দল নামাতে পারেন মেন্টর সৌরভ?

০২ ১২

চলতি আইপিএল যত গড়িয়েছে, শিখর ধওয়নের ব্যাট তত কথা বলতে শুরু করেছে। টুর্নামেন্টের ১৪ ম্যাচে ৪৮৬ রান করে তাঁর ফর্ম নিয়ে দিল্লিকে স্বস্তিদায়ক জায়গায় নিয়ে গিয়েছেন শিখর। ওপেনিং স্লটে তাঁর নামাটা এক প্রকার নিশ্চিত।

Advertisement
০৩ ১২

শিখর ধওয়নের সঙ্গী হিসাবে ওপেন করতে নামতে পারেন পৃথ্বী শ। চলতি আইপিএলে নিজের প্রতিভার প্রতি তেমন একটা সুবিচার করতে পারেননি। ১৪ ম্যাচে ২৯২ রান করেছেন। তবে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠতেই পারে পৃথ্বীর ব্যাট।

০৪ ১২

তিন নম্বরে অবশ্যই দেখা যাবে দিল্লি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে। এ বারের আইপিএলে ১৪ ম্যাচে ৯টিতেই জিতেছে দিল্লি। ক্যাপ্টেনসির পাশাপাশি নিজের ব্যাটিং দিয়েও তারিফ কুড়িয়েছেন শ্রেয়স। ১৪ ম্যাচে করেছেন ৪৪২ রান।

০৫ ১২

বিশ্বকাপের দলে ঠাঁই পাননি। এ বারের আইপিএলেও কয়েকটি ইনিংস ছাড়া ধারাবাহিকতা পারফরম্যান্সও নেই। তবে আজকের ম্যাচে তাঁর বিরুদ্ধে সব সমালোচনার জবাব দিতে মুখিয়ে থাকবেন ঋষভ পন্থ। শ্রেয়সের পর ব্যাটিং করতে আসতে পারেন ঋষভ।

০৬ ১২

১২ ম্যাচ খেললেও দলকে ভরসা দিতে ব্যর্থ কলিন ইনগ্রাম। তাঁর পরিবর্তে কলিন মুনরোকে দেখা যেতে পারে আজকের দিল্লি টিমে। মারকুটে ব্যাটসম্যান তো বটেই, প্রয়োজনে মিডিয়াম ফাস্ট বোলিংও করতে পারেন মুনরো।

০৭ ১২

চলতি আইপিএলে রানের পাহাড় না গড়লেও নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসাবে দিল্লির টিমে দেখা যেতে পারে শার্ফেন রাদারফোর্ডকে। ২০ বছরের এই ওয়েস্ট ইন্ডিয়ানের চার-ছয় মারা হাতটাও ভাল। ফলে লোয়ার মিডল অর্ডারে আজ নামতে পারেন রাদারফোর্ড।

০৮ ১২

রাদারফোর্ডের মতোই আজকের দিল্লি টিমে থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাঁ-হাতি অক্ষর পটেলেরও। তাঁর ব্যাটিং ছাড়াও স্লো লেফ্ট আর্ম অর্থডক্স বোলিংও কাজে দিতে পারে দিল্লির। ১২ ম্যাচে ইতিমধ্যেই ৯ উইকেট নিয়েছেন অক্ষর। সঙ্গে রয়েছে ১০৭ রানের যোগদান।

০৯ ১২

দিল্লি টিমে আরও এক নির্ভরযোগ্য নাম ক্রিস মরিস। দলের প্রয়োজনে তাঁর হার্ড হিটিং ব্যাটিং কাজে আসবে। সঙ্গে ফাস্ট মিডিয়াম বোলিং তো রয়েইছে। ৯ ম্যাচে ১৩ উইকেট নেওয়া মরিসকে দলের বাইরে রাখাটা বেশ কঠিন হবে শ্রেয়স আইয়ারের।

১০ ১২

স্পিন বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে নাস্তানাবুদ করে আজকের টিমে দেখা যেতে পারে অমিত মিশ্রকেও। ৯ ম্যাচে ৯ উইকেট নিলেও তাঁর লেগব্রেক বেশ কাজে লাগতে পারে দিল্লির।

১১ ১২

এ বারের গোটা টুর্নামেন্টে মাত্র ৩টে ম্যাচেই দেখা গিয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে। তবে তাতে কী? আজকের ম্যাচে হায়দরাবাদের জন্য বোল্ট নামক চমক অপেক্ষা করতে পারে।

১২ ১২

চলতি আইপিএলে ১১ ম্যাচ খেলেছেন ইশান্ত শর্মা। উইকেট নিয়েছেন ১০টি। তবে বিশাখাপত্তনমের পিচে ট্রেন্ট বোল্টের সঙ্গে পেস বোলিংয়ের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে ইশান্তকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement