IPL

এঁরাই হতে পারেন আসন্ন আইপিএলের গেম চেঞ্জার

বেজে গিয়েছে আইপিএলের দামামা। আর আইপিএল মানেই চার-ছয়ের বন্যা, দুর্দান্ত ফিল্ডিং এবং দারুন বোলিং। প্রতিটি দলেই অসাধারণ সব গেম চেঞ্জার রয়েছেন। এঁদের মধ্যে প্রতি দল থেকে এক জনকে বেছে নেওয়া যাক। যাঁরা যে কোনও মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৫:১৫
Share:
০১ ০৯

বেজে গিয়েছে আইপিএলের দামামা। আর আইপিএল মানেই চার-ছয়ের বন্যা, দুর্দান্ত ফিল্ডিং এবং দারুন বোলিং। প্রতিটি দলেই অসাধারণ সব গেম চেঞ্জার রয়েছেন। এঁদের মধ্যে প্রতি দল থেকে এক জনকে বেছে নেওয়া যাক। যাঁরা যে কোনও মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন।

০২ ০৯

এমএস ধোনি: চেন্নাই সুপার কিংসের সব থেকে বড় ভরসা। এখনও পর্যন্ত ১৭৫টি ম্যাচ খেলেছেন। মোট রান ৪০১৬। চল্লিশের উপর গড় থাকা মিস্টার কুল যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সঙ্গে রয়েছে তাঁর অসাধারণ ক্রিকেট মস্তিষ্ক।

Advertisement
০৩ ০৯

পৃথ্বী শ: দিল্লি ক্যাপিটালসে শিখর ধওয়ন থাকলেও পৃথ্বীকেই আমরা গেম চেঞ্জারের তালিকায় রাখলাম। তরুণ পৃথ্বী মাত্র নয়টি আইপিএল ম্যাচ খেলেছেন। ৩০য়ের কাছাকাছি গড় থাকা পৃথ্বী বড় ফ্যাক্টর হতে চলেছেন।

০৪ ০৯

ক্রিস গেল: নামটাই বোধ হয় যথেষ্ট। ফর্মে থাকলে যে কোনও দলের ক্ষেত্রেই আশঙ্কার কারণ। এখনও পর্যন্ত ১১২টি ম্যাচ খেলেছেন। টি২০-তে এক গুচ্ছ রেকর্ডের অধিকারীর সেরা স্কোর অপরাজিত ১৭৫। এই রানটাই বলে দেয় ফর্মে থাকলে তিনি কতটা ভয়ঙ্কর।

০৫ ০৯

আন্দ্রে রাসেল: নাইটদের দলের বড় ভরসা। আইপিএলে বার বার তার কেরামতি দেখা গিয়েছে। এখনও পর্যন্ত ৫০টি আইপিএল ম্যাচ খেলেছেন। গড় তিরিশের কাছাকাছি। বল হাতেও যথেষ্টই ভরসাযোগ্য।

০৬ ০৯

রোহিত শর্মা: মুম্বইয়ের অধিনায়ক নিজের দিনে টি২০-তে ভয়ঙ্কর। ছোট ফর্ম্যাটে ভারতীয় দলের অন্যতম ভরসার এই ওপেনারটি ১৭৩টি আইপিএল ম্যাচ খেলেছেন। সেরা স্কোর অপরাজিত ১০৯। ৩৪ বার পঞ্চাশের বেশি রান করেছেন।

০৭ ০৯

বেন স্টোকস: ইংল্যান্ডের অলরাউন্ডারটি অন্যতম গেম চেঞ্জার হতে চলেছেন। ২৫টি ম্যাচ খেলা স্টোকস ইতিমধ্যেই একটি শতরান করেছেন। ২০টি উইকেটও রয়েছে তাঁর দখলে। রাজস্থানের হয়ে তিনি চমক দেখাতেই পারেন।

০৮ ০৯

বিরাট কোহালি: ১৬৩টি ম্যাচ খেলা বিরাট নিঃসন্দেহে বেঙ্গালুরুর প্রধান গেম চেঞ্জার। চারটি সেঞ্চুরি, ৩৪টি অর্ধশতরান— প্রধান গেম চেঞ্জার হিসেব আর কাউকে ভাবাই যায় না।

০৯ ০৯

কেন উইলিয়ামসন: এখনও পর্যন্ত খেলেছেন ৩২টি ম্যাচ। চল্লিশের উপর গড় থাকা উইলিয়ামসন হায়দরাবাদের বড় ভরসাই শুধু নন, দ্রুত রান তুলে ম্যাচের রং পাল্টে দেওয়ার ক্ষমতাও রাখেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement