IPL

বিশ্বকাপের প্রস্তুতিতে ইংল্যান্ডে সিরিজ, পাকিস্তান পারলেও বিসিসিআই পারে না কেন?

৩০ মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে এ বার বসছে মেগা টুর্নামেন্ট। সেখানকার জলহাওয়ার সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছে দলগুলো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ১৭:২৩
Share:

বিশ্বকাপের আগে আইপিএল নিয়ে ব্যস্ত ভারত। ছবি: পিটিআই।

ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজ খেলছে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আর বিরাট কোহালির গোটা ভারতীয় দল ব্যস্ত আইপিএল নিয়ে।

Advertisement

৩০ মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে এ বার বসছে মেগা টুর্নামেন্ট। সেখানকার জলহাওয়ার সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছে দলগুলো। সেই কারণেই পাকিস্তান গিয়েছে ইংল্যান্ডে। ডাবলিনে খেলছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের জলহাওয়ার সঙ্গে পরিচিত হওয়ার জন্যই পাকিস্তান গিয়েছে ইংল্যান্ডের মাটিতে। এ কথা বলাই বাহুল্য। বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ড ও ওয়েলসের আবহাওয়ার সঙ্গে আগাম পরিচিত হওয়ার জন্যই পাকিস্তান ক্রিকেট বোর্ডে এই সিরিজের বন্দোবস্ত করেছে। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজও একই কারণে ডাবলিনে গিয়েছে খেলতে।

ইংল্যান্ডের মাটিতে খেলা সহজ নয়। সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। ব্যাট বা বল হাতে নামলেই যে নিজের সেরাটা বেরিয়ে আসবে, এমন ভাবার কোনও কারণও নয়। ক্রিকেট বিশেষজ্ঞদের মত, বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উচিত ছিল এরকম একটা সিরিজের ব্যবস্থা করা। আইপিএল শেষ হলেই বিশ্বকাপ। দেশের মাটিতে প্রায় দেড় মাসের কাছাকাছি সময় ধরে চলা আইপিএল কি বিশ্বকাপের আগে আদৌ উপকার করল কোহালিদের? তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হতশ্রী পারফরম্যান্স করে ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছেন, আরসিবির ব্যর্থতা কোহালির নেতৃত্বে প্রভাব ফেলতে পারে বিশ্বকাপে। অবশ্য এই তত্ত্ব না মানার দলেও রয়েছেন অনেকে।

Advertisement

আরও খবর: বহিরাগত বলে অ্যাকাডেমি থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল তরুণ ঋষভকে

আরও খবর: এর পরেও বিশ্বকাপের দলে কী ভাবে নেই পন্থ? প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়

এ তো গেল কোহালির নেতৃত্বের কথা। আইপিএল ২০ ওভারের টুর্নামেন্ট। শুরু থেকেই চালিয়ে খেলো। বিশ্বকাপ তো আর টি টোয়েন্টি নয়। সেখানে শুরু থেকেই চালানো যাবে না। তা হলে বিশ্বকাপের আগে আইপিএল খেলে কী লাভ হল কোহালিদের? এই উপমহাদেশের পিচ ইংল্যান্ডের মতো নয়। আইপিএলে চেন্নাই মন্থর পিচ করে সুবিধা নিয়েছে, কেকেআর আবার ঘরের মাঠের পিচ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে। অন্য দেশের ক্রিকেট বোর্ড বিশ্বকাপের কথা মাথায় রেখে ত্রিদেশীয় বা দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করতে পারলেও বোর্ড পারল না দ্বিতীয় কোনও উপায় বের করতে। উল্টে আইপিএল খেলতে এসে অন্য দেশের ক্রিকেটাররা জেনে ফেলল ভারতের তারকাদের দুর্বলতা ও শক্তির জায়গা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন