Advertisement
১৬ এপ্রিল ২০২৪
IPL

এর পরেও বিশ্বকাপের দলে কী ভাবে নেই পন্থ? প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়

খুব কঠিন পরিস্থিতিতে পন্থ পাল্টা মারের খেলা শুরু করেন। তাঁর মারমুখী ব্যাটিংয়ে দিল্লি যখন জয়ের দোরগোড়ায়, ঠিক তখনই ছন্দপতন।

পন্থ এখন গেমচেঞ্জার। ছবি: পিটিআই।

পন্থ এখন গেমচেঞ্জার। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ১৪:০৪
Share: Save:

ঋষভ পন্থ একাই দলকে জেতাতে পারেন। আবার তাঁর সামান্য ভুলের জন্য ভুগতেও পারে দল। বুধবার প্লে অফে তেমনটাই দেখা গেল।

খুব কঠিন পরিস্থিতিতে পন্থ পাল্টা মারের খেলা শুরু করেন। তাঁর মারমুখী ব্যাটিংয়ে দিল্লি যখন জয়ের দোরগোড়ায়, ঠিক তখনই ছন্দপতন। মারতে গিয়েই পন্থ ফিরে গেলেন। আর তখন সানরাইজার্সও হঠাৎ জয়ের গন্ধ পেতে শুরু করে। শেষ ওভারে রীতিমতো কঠিন হয়ে গিয়েছিল দিল্লির জয়ের সম্ভাবনা। ডাগ আউটে রিকি পন্টিংয়ের মুখ গম্ভীর। পন্থও চাপ অনুভব করতে শুরু করে দেন। শেষমেশ কিমো পলের বাউন্ডারিতে দল জেতায় স্বস্তি পেল দিল্লি।

দিল্লি ক্যাপিটালস হেরে গেলে অবশ্য পন্থকে সমালোচনার মুখে পড়তে হত। অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, অভিজ্ঞতার অভাব প্রকট পন্থের খেলায়। সেই কারণেই বিশ্বকাপের দলে রাখা হয়নি তাঁকে। সবাই অবশ্য নিন্দুকদের দলে নন। মাইকেল ভনের মতো ক্রিকেটার পন্থের প্রবল ভক্ত। তিনি টুইট করেছেন, “পন্থের মতো ক্রিকেটারকে ছাড়া কী ভাবে বিশ্বকাপের দল গঠন করল ভারত? এখনও দল পরিবর্তন করার সময় রয়েছে।’’

আরও খবর: বহিরাগত বলে অ্যাকাডেমি থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল তরুণ ঋষভকে

চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ হয়েছিল একপেশে। দিল্লি বনাম সানরাইজার্স ম্যাচে প্রচুর মশলা ছিল। ম্যাচটা পেন্ডুলামের মতো দুলল দু’প্রান্তে। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ লেখেন, ‘‘কী দুরন্ত ম্যাচ! কী দুর্দান্ত টুর্নামেন্ট এই আইপিএল! দারুণ খেলেছে দিল্লি এবং অসাধারণ ইনিংস ঋষভ পন্থের। দ্য গেমচেঞ্জার।’’

সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ‘‘আমি ঋষভ পন্থের ফ্যান ক্লাবের সদস্য হয়ে গিয়েছি।’’

বলিউড অভিনেতা ঋষি কপূরও পন্থের খেলা দেখে অভিভূত। রবি শাস্ত্রী, বিরাট কোহালিকে ট্যাগ করে তিনিও ভনের সুরেই সুর মিলিয়ে বলেছেন, ‘‘বিশ্বকাপে কেন নেই ঋষভ পন্থ?’’ তাঁর মতো গোটা দেশের একটাই প্রশ্ন, পন্থ নেই কেন বিশ্বকাপের দলে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL IPL 2019 Rishabh Pant Social Media
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE