বিজয় হজারে ট্রফির প্রথম দিনেই ঝড় বৈভব সূর্যবংশীর ব্যাটে। মাত্র ৮৪ বলে ১৯০ রান করল ১৪ বছরের ব্যাটার। গড়ল বিশ্বরেকর্ডও।
বৈভবের বিহারের ম্যাচ অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। খেলা হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির শহর রাঁচীতে। প্রথমে ব্যাট করছে বিহার। বৈভবের ইনিংসে ১৬টি চার ও ১৫টি ছক্কা রয়েছে। অরুণাচলের বোলারেরা থামাতে পারেননি তাকে।
ঘরোয়া এক দিনের ক্রিকেটে (লিস্ট এ) বৈভব কনিষ্ঠতম হিসাবে শতরান করার বিশ্বরেকর্ড গড়ল। ১৪ বছর ২৭২ দিন বয়সে এই নজির গড়ল সে। এর আগে লিস্ট এ ক্রিকেটে কোনও শতরানের ইনিংস ছিল না বৈভবের। ৩৬ বলে শতরান পূর্ণ করে সে। লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম শতরান।
ঘরোয়া এক দিনের ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড পঞ্জাবের আনমোলপ্রীত সিংহের। গত বছর এই অরুণাচলের বিরুদ্ধেই ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। মাত্র এক বলের জন্য সেই রেকর্ড ছুঁতে পারল না বৈভব।
লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগুর্কের। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে ২৯ বলে শতরানের নজির আছে তাঁর। বৈভব এই তালিকায় থাকল চতুর্থ স্থানে। তার ও ম্যাকগুর্কের মাঝে রয়েছেন এবি ডিভিলিয়ার্স (৩১ বল) এবং আনমোলপ্রীত (৩৫ বল)।
আরও পড়ুন:
দ্রুততম শতরানের রেকর্ড গড়তে না পারলেও লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ড গড়েছে বৈভব। তার ১৫০ রান আসে ৫৪ বলে। ডিভিলিয়ার্সের ৬৪ বলে ১৫০ রান এই তালিকায় শীর্ষে ছিল। ডিভিলিয়ার্সের ইনিংস অবশ্য এক দিনের আন্তর্জাতিকে (এটিও লিস্ট এ তালিকাভুক্ত)। ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন ডিভিলিয়ার্স।
বৈভবের দ্বিশতরান যখন নিশ্চিত মনে হচ্ছিল, তখনই টেচি নেরির বলে আউট হয় সে।