সৈয়দ মুস্তাক আলি ট্রফির পর বিজয় হজারে ট্রফিতেও দুরন্ত ফর্মে ইশান কিশন। ৫০ ওভারের ক্রিকেটে ৩৩ বলে শতরান পূর্ণ করলেন ঝাড়খণ্ডের অধিনায়ক। তবে কর্নাটকের বিরুদ্ধে তাঁর রেকর্ড গড়া হল না। তাঁর কিছুক্ষণ আগেই অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে শতরান করে নতুন ভারতীয় রেকর্ড গড়েছেন বিহারের অধিনায়ক সাকিবুল গনি।
ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটের প্রথম দিনই রানের বন্যা। বৈভবের ৮৪ বলে ১৯০ রানের ইনিংসের পর বিহারের আরও দুই ব্যাটার তান্ডব চালালেন ব্যাট হাতে। আয়ুষ লোহারুকা করলেন ৫৬ বলে ১১৬। তিনি ১১টি চার এবং ৮টি ছয় মারেন। তবে ভারতীয় ক্রিকেটে নতুন নজির গড়লেন সাকিবুল। ৩২ বলে শতরান করে লিস্ট এ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড করলেন বিহারের অধিনায়ক। তাঁর ৪০ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংসে রয়েছে ১০টি চার এবং ১২টি ছক্কা। বৈভব এ দিন শতরান করেছে ৩৬ বলে। সকাল ১০টায় শতরান করে বৈভব। আর সাকিবুল শতরান করেছেন দুপুর ১২টা ৩০-এ। আড়াই ঘণ্টার ব্যবধানে নতুন নজির বিহারের আর এক ব্যাটারের। বিহারের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে বৈভবের দ্রুততম শতরানের নজির আড়াই ঘণ্টার ব্যবধানে ভেঙে দিলেন সাকিবুল। তিন ব্যাটারের দাপটে বিহার ৫০ ওভারে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে করেছে ৬ উইকেটে ৫৭৪ রান।
২৬ বছরের সাকিবুলের রেকর্ড গড়ার পর ৩৩ বলে শতরান করেন ২৭ বছরের ইশান। ফলে ভারতীয় দলে প্রত্যাবর্তনকারী উইকেটরক্ষক-ব্যাটারের রেকর্ড গড় হল না এক বলের জন্য। তিনি শেষ পর্যন্ত করেন ৩৯ বলে ১২৫ রান। ৭টি চার এবং ১৪টি ছক্কা এসেছে ইশানের ব্যাট থেকে। ময়ঙ্ক আগরওয়ালের দলের বিরুদ্ধে ইশানের ঝাড়খন্ড করেছে ৯ উইকেটে ৪১২।
আরও পড়ুন:
এর আগে ভারতীয়দের মধ্যে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের নজির ছিল পঞ্জাবের অনমোলপ্রীত সিংহের। তিনি গত বছর অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হজারে ট্রফিতেই ৩৫ বলে শতরান করেছিলেন। অনমোলপ্রীত বুধবার নেমে গেলেন তালিকায় তৃতীয় স্থানে। শীর্ষে উঠে এলেন ৩২ বলে শতরান করা সাকিবুল। দ্বিতীয় স্থানে থাকলেন ৩৩ বলে শতরান করা ইশান। ৩৬ বলে শতরান করা বৈভব থাকল তালিকায় চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকল ইউসুফ পাঠানের করা ৪০ বলে শতরানের ইনিংস।
লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজ়ার ম্যাকগুর্কের দখলে। তিনি সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে ২৯ বলে শতরান করেছিলেন ৫০ ওভারের ম্যাচে। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। তিনি ৩১ বলে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। এই তালিকায় তৃতীয় স্থানে থাকলেন ভারতের সাকিবুল।