শামিকে বিশ্রামও দেবে প্রীতির দল

বীরেন্দ্র সহবাগের জায়গা নেওয়া নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ প্রথমে  বললেন, ‘‘আমার সঙ্গে কে এল রাহুল ও মহম্মদ শামির কথা হয়েছে। দু’জনেই আইপিএলে দলের হয়ে দারুণ অবদান রাখতে মুখিয়ে রয়েছে। আমরাও ওদের সম্পূর্ণ ছন্দে পেতে খুবই আগ্রহী। অন্যান্য সকলের মতোই ওদের কতটা খেলানো হবে, তা দেখা হবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৪:৪৫
Share:

আইপিএলে পর্যাপ্ত বিশ্রাম দিয়েই মহম্মদ শামিকে ব্যবহার করবে কিংস ইলেভেন পঞ্জাব।—ছবি এএফপি।

আসন্ন আইপিএলে পর্যাপ্ত বিশ্রাম দিয়েই মহম্মদ শামিকে ব্যবহার করবে কিংস ইলেভেন পঞ্জাব। বুধবার সাংবাদিকদের সামনে এসে এমন ঘোষণাই করে গেলেন প্রীতি জিন্টাদের দলের কোচ মাইক হেসন। বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার বিষয় নিয়ে তর্কের ঝড় উঠেছে। আইপিএল শেষ হওয়ার দু’সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে বিশ্বকাপ। সেই কারণেই ভারতীয় ক্রিকেটারদের তরতাজা রাখার কথা উঠেছে।

Advertisement

বীরেন্দ্র সহবাগের জায়গা নেওয়া নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ প্রথমে বললেন, ‘‘আমার সঙ্গে কে এল রাহুল ও মহম্মদ শামির কথা হয়েছে। দু’জনেই আইপিএলে দলের হয়ে দারুণ অবদান রাখতে মুখিয়ে রয়েছে। আমরাও ওদের সম্পূর্ণ ছন্দে পেতে খুবই আগ্রহী। অন্যান্য সকলের মতোই ওদের কতটা খেলানো হবে, তা দেখা হবে।’’ বিরাট কোহালি থেকে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় সকলে একমত হচ্ছেন একটা ব্যাপারে যে, সকলের ধকলের মাত্র এক হয় না। পঞ্জাব দলেই যেমন ফাস্ট বোলার শামির যা পরিশ্রম হবে, তা ব্যাটসম্যান রাহুলের হবে না। হেসন বলছেন, ‘‘যদি আইপিএল চলার মধ্যে ওরা ক্লান্ত বোধ করে, তা হলে পর্যাপ্ত বিশ্রাম দেব। এখনই বলতে পারব না, কতগুলি ম্যাচে বিশ্রাম দেওয়া যাবে। মরসুমটা কেমন যায় দেখতে হবে, কিন্তু এটুকু বলতে পারি ওরা দু’জনেই নিজেদের নিংড়ে দিতে মরিয়া।’’

বিশ্বকাপের বছরে প্রত্যেকটি দলেরই পুরো প্রতিযোগিতায় বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কিংস ইলেভেন পঞ্জাবে যেমন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং আফগানিস্তানের মুজিব জার্দান রয়েছেন। প্রত্যেকেই তাঁদের জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলবেন বলে আগে চলে যেতে হতে পারে। হেসন অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, ‘‘এটা চিন্তার কারণ ঠিকই তবে আমরাই সব চেয়ে কম এর ফল ভোগ করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement