IPL. IPl 2019

হারের হ্যাটট্রিক কেকেআর-এর

হেরেই চলেছে কেকেআর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ১৬:০৮
Share:

ইডেনে তাহিরের গর্জন। ছবি: পিটিআই।

টানা তিন ম্যাচ হারল কেকেআর। নাইট শিবিরে কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না। অথচ এবার আইপিএলের শুরুটা বেশ ভালই করেছিল কলকাতা। কিন্তু টুর্নামেন্ট যত গড়াচ্ছে ততই ছন্দ হারাচ্ছে কেকেআর। অসুখটা কি সেটাই তো খুঁজে বের করা যাচ্ছে না!

Advertisement

চিপকে মহেন্দ্র সিংহ ধোনিদের কাছে হার মানতে হয়েছিল নাইটদের। ইডেনে ফিরে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও একই পরিণতি হয়েছিল কেকেআরের। রবিবারের ইডেনেও মুখ থুবড়ে পড়তে হল শহরের ফ্র্যাঞ্চাইজিকে। ফলে এদিন ঘরের মাঠে চিপকে হারের প্রতিশোধ নেওয়াও হল না। নাইটদের ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই দু’ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয়। সুরেশ রায়না অপরাজিত থেকে যান ৫৮ রানে।

শেষ দু’ ওভারে জেতার জন্য চেন্নাইয়ের দরকার ছিল ২৪ রান। গার্নির ওভারে উঠল ১৬ রান। শেষ ওভারে জেতার জন্য সিএসকের দরকার ছিল আট রান। চেন্নাই শিবির খুব সহজেই ম্যাচটা জিতে নেয়।

Advertisement

আরও পড়ুন: রাগে অগ্নিশর্মা ধোনি, দেখুন মেজাজ হারানোর সেই মুহূর্ত

আরও পড়ুন: ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ধোনির, আরও বড় শাস্তি হওয়া উচিত ছিল, বলছেন মঞ্জরেকর

রবিবাসরীয় ইডেনে আন্দ্রে রাসেল ঝড় ওঠেনি। তাঁর পরিবর্তে ক্রিস লিন মারমুখী ব্যাটিং করলেন। কিন্তু উইকেট ছুড়ে দেওয়ার বদভ্যাসে বড় রান করতে পারল না কেকেআর। আগের ম্যাচে দীপক চহার নাইটদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙেছিলেন। এ দিন প্রথম ওভার থেকেই চহারকে আক্রমণের রাস্তা নেন লিন। তিনি ভয়ডরহীন ব্যাটিং করলেও অন্য প্রান্ত থেকে উইকেট যেতে থাকে নিয়মিত।

সুনীল নারাইন (২) ব্যর্থ। নীতীশ রাণা ১৮ বলে ২১ রান করেন। রাণা ও উথাপ্পা ইমরান তাহিরের শিকার। ৩৬ বলে পঞ্চাশ পূর্ণ করেন লিন। আন্দ্রে রাসেল (১০) শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। কিন্তু তাহিরের বলে ঠকে গিয়ে ফিরতে হয় তাঁকে। শার্দুল ঠাকুরের বলে ফেরেন অধিনায়ক কার্তিক। দ্রুত উইকেট পড়তে থাকলে কি বড় রান করা সম্ভব?

নাইটদের রান তাড়া করতে নেমে শেন ওয়াটসনকে ৬ রানে ফেরান গার্নি। চেন্নাই শিবিরে প্রথম ধাক্কাটা তিনিই দিয়েছিলেন। ফ্যাফ দু’ প্লেসি ২৪ রান করার পরে নারাইনের বলে বোল্ড হন। অম্বাতি রায়ুডু ব্যর্থ। কেদার যাদব (২০) ও ধোনি (১৬) ক্রিজে জমে ওঠার আগেই ফিরে যান। শেষের দিকে রায়নার সঙ্গে জুটি বাঁধেন রবীন্দ্র জাদেজা। ১৭ বলে দ্রুত ৩১ রান করে চেন্নাইকে জয় এনে দেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর: ২০ ওভারে কেকেআর ১৬১/৮

চেন্নাই সুপার কিংস (১৯.৪ ওভার) ১৬২/৫।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement