IPL

আইপিএলে ধোনির নতুন কীর্তি, ধারেকাছে নেই কোনও ভারতীয়

আইপিএল-এর সবক’টি সংস্করেণই খেলেছেন মাহি। ধোনি মানেই একের পর এক রেকর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ১৬:৪৬
Share:

ধোনি মানেই নতুন রেকর্ড। ছবি: পিটিআই।

জেতার জন্য শেষ পাঁচ ওভারে চেন্নাই সুপার কিংসের দরকার ছিল ৭০ রান। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান।

Advertisement

উমেশ যাদবের হাতে বল। স্ট্রাইক নিচ্ছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। শেষ ছ’টি বলে ধোনি হাঁকান তিন-তিনটি ছক্কা। তার মধ্যে একটি ছক্কা উড়ে যায় স্টেডিয়ামের বাইরে। বিরাট কোহালি ও ধোনির লড়াইয়ে শেষমেশ মাহি হেরে গেলেও রবিবাসরীয় রাতে ব্যক্তিগত ৮৪ রান করেও ট্র্যাজিক নায়ক ধোনি।

চেন্নাই অধিনায়কের ইনিংসে সাজানো ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা। সাতটি বিশাল ছক্কায় ধোনি গড়লেন নতুন রেকর্ড। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ২০০টি ছক্কা হাঁকালেন চেন্নাই অধিনায়ক। ম্যাচের শেষে ধোনির নামের পাশে লেখা রয়েছে ২০৩টি ছক্কা।

Advertisement

আরও পড়ুন: টানা হারে রক্তাক্ত প্রাক্তন নাইট অধিনায়ক, দিলেন পুরনো দলকে জয়ে ফেরার মন্ত্র

আরও পড়ুন: দল নির্বাচন না মানসিকতা, ঠিক কোন জায়গায় সমস্যা হচ্ছে প্রায় ছিটকে যাওয়া নাইটদের

আইপিএল-এর সবক’টি সংস্করেণই খেলেছেন মাহি। গত বছরের আইপিএলে ধোনি হাঁকিয়েছেন ৩০টি ছক্কা। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ধোনির মারা ছক্কার সংখ্যা ১৭টি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম হলেও আইপিএলে ২০০টি ছক্কা হাঁকানো তৃতীয় ক্রিকেটার ধোনি। ধোনির আগে রয়েছেন ক্রিস গেইল ও এবি ডিভিলিয়ার্স। ক্যারিবিয়ান তারকার মারা ছক্কার সংখ্যা ৩২৩। এবিডি মেরেছেন ২০৪টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement