মুম্বই মন্ত্র: ব্যক্তি নয়, সবার উপরে দল

ব্যক্তিগত দক্ষতা নয়, দলগত প্রচেষ্টাতেই প্লে-অফের দরজা খুলে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। এমনই মনে করেন অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে জিতে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে মুম্বই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০১৯ ০৩:১১
Share:

উৎসব: বৃহস্পতিবার কেক কেটে জয় পালন রোহিতের। টুইটার

ব্যক্তিগত দক্ষতা নয়, দলগত প্রচেষ্টাতেই প্লে-অফের দরজা খুলে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। এমনই মনে করেন অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে জিতে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে মুম্বই। এক ম্যাচ বাকি থাকতেই চলে গিয়েছে প্লে-অফে।

Advertisement

রবিবার শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারালে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দুই স্থানের মধ্যেও থাকার সুযোগ রয়েছে রোহিতের দলে। সে ক্ষেত্রে ফাইনালে ওঠার লড়াইয়ে এক ম্যাচ বেশি সুযোগ পাবেন হার্দিক পাণ্ড্যরা। বৃহস্পতিবার ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘‘এক ম্যাচ বাকি থাকতে প্লে-অফে আমরা। দল হিসেবে যা ইতিবাচক একটি দিক। আসলে দলগত প্রয়াসেই এই ফল পেয়েছি। এক-দু’জনের উপর নির্ভর করতে হয় না। প্রত্যেকে নিজের কাজটা করে গিয়েছে বলেই আমরা এই জায়গায় রয়েছি।’’

২০১৭ সালে দু’ম্যাচ বাকি থাকতে প্লে-অফে উঠেছিল মুম্বই। সে বার চ্যাম্পিয়নও হয় তাঁরা। রোহিত বলছিলেন, ‘‘২০১৭ সালের কথা মনে পড়ে যাচ্ছে। সে বারও প্রত্যেকে পারফর্ম করেছিল। এ বারও দল হিসেবে চাপের মুহূর্তে খুব ভাল খেলছি আমরা।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মুম্বই অধিনায়ক মনে করেন, ব্যক্তিগত দক্ষতায় কয়েকটি ম্যাচ জিতলেও প্রতিযোগিতা জেতা কঠিন। বলছিলেন, ‘‘চ্যাম্পিয়ন হতে গেলে প্রত্যেককে ভাল খেলতে হবে। মুম্বইয়ের এটাই বিশেষত্ব। এই আদর্শ মেনেই আমরা খেলি। যেমন রাহুল (চাহার), ডি’কক, হার্দিক, ক্রুণাল প্রত্যেকে পারফর্ম করে চলেছে। এটাই তো চাই। ঠিক সময় ঠিক কাজটা করে দিয়ে যাচ্ছে।’’

হায়দরাবাদের বিরুদ্ধে ১৬২ রানে আটকে গিয়েছিল মুম্বই। ঋদ্ধিমান সাহা (২৫) ও মার্টিন গাপ্টিল (১৫) শুরুটা ভাল করলেও দ্রুত আউট হয়ে যান। রোহিত মনে করেন, মাঝের ওভারগুলোয় চাহার ও ক্রুণালই হায়দরাবাদকে ১৬২ রানে আটকাতে সাহায্য করে। তাঁর কথায়, ‘‘মণীশ (পাণ্ডে) ও শঙ্কর অভিজ্ঞ ব্যাটসম্যান। সেই সময় রান বেরিয়ে গেলে সমস্যা হতে পারত। কিন্তু মাঝের আট ওভার স্পিনাররা যে ভাবে বল করেছে, সেটাই আমাদের আয়ত্তে ম্যাচ নিয়ে এসেছে।’’ চার ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট নেন ক্রুণাল। ২১ রান দেন রাহুল। তাই মাঝের ওভারে দ্রুত রান তুলতে পারেননি মণীশেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement