কব্জি নিয়ে উদ্বেগ নেই, সুস্থ ‘বাহুবলী’

মঙ্গলবার রাতে চেন্নাইয়ের বিরুদ্ধে কব্জির চোট নিয়ে ব্যাট করতে হয় রাসেলকে। হাতে এতটাই ব্যথা অনুভব করছিলেন যে, একটি ফুলটস বল ছয় না মেরে কভারের হাতে ঠেলে দেন রাসেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ০৪:২৬
Share:

ফুরফুরে: জন্মদিনে লিনের গালে কেক মাখালেন সতীর্থেরা। টুইটার

গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কব্জিতে চোট পেয়েছিলেন রাসেল। তাঁর চোট সারানোর জন্য সারা রাত আইসপ্যাক দিতে হয়েছিল কব্জিতে। কেকেআর সূত্রে খবর, বুধবার সকাল থেকে আর কোনও ব্যথা অনুভব করছেন না ক্যারিবিয়ান বিধ্বংসী অলরাউন্ডার। হাতে পরেননি কোনও ‘রিস্টব্যান্ড’-ও। শুক্রবার দিল্লির বিরুদ্ধে তাঁর খেলতে কোনও অসুবিধা হবে না।

Advertisement

মঙ্গলবার রাতে চেন্নাইয়ের বিরুদ্ধে কব্জির চোট নিয়ে ব্যাট করতে হয় রাসেলকে। হাতে এতটাই ব্যথা অনুভব করছিলেন যে, একটি ফুলটস বল ছয় না মেরে কভারের হাতে ঠেলে দেন রাসেল। তবুও শেষ ওভারে স্কট কুগেলাইনকে একটি ছয় ও দু’টি চার মেরে দলের রান ১০০-রউপরে নিয়ে যান কেকেআরের ‘বাহুবলী’।

সে দিন রাতেও রাসেলের কব্জি বেশ ফুলে গিয়েছিল। কিন্তু সারা রাত বরফ দেওয়ার পরে হাতের ফোলা ভাবও কমে গিয়েছে।

Advertisement

বুধবার বিকেলে চেন্নাই থেকে কলকাতা পৌঁছল টিম কেকেআর। টিম হোটেলে ফিরেই ওপেনার ক্রিস লিনের জন্মদিন পালন করেন রাসেল, সুনীল নারাইনেরা। কেকেআরের একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রাসেল, নারাইন ও ব্রাথওয়েট মিলে লিনের মুখে চকোলেট কেক মাখিয়ে দিচ্ছেন। লিনকেও কোনও প্রতিবাদ করতে দেখা যায়নি। শান্ত ছেলের মতো নিজের গাল বাড়িয়ে দিয়েছেন।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের এই বিধ্বংসী ওপেনার যদিও শান্ত থাকবেন না। কারণ লিন জানেন, ফিরোজ শাহ কোটলায় এক বার তাঁদের হারিয়ে দিয়েছে দিল্লি। এ বার কলকাতায় তাঁদের প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement