বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে পুলিশের সক্রিয়তা চেয়ে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার রাতভর বিক্ষোভ হল ঢাকায়। শনিবারও সারা দিন শাহবাগে অবস্থান করার কথা ঘোষণা করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যেরা। প্রয়োজনে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। দাবি, সরকারের উপদেষ্টাদের শাহবাগে তাঁদের সামনে উপস্থিত হতে হবে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। সরকারি উদ্যোগে তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ছ’দিন পর তাঁর মৃত্যু হয়। এর পরেই বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চের সদস্য এবং হাদির সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন। সংগঠিত গণরোষের কোপে তছনছ হয়ে যায় একাধিক সরকারি ও সাংস্কৃতিক ভবন, সংবাদপত্রের দফতর। হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অনেককে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু মূল হত্যাকারী ফয়সাল করিম এবং তাঁর প্রধান আলমগীর শেখের খোঁজ মেলেনি। অভিযোগ, তাঁরা ভারতে পালিয়ে এসেছেন।
হাদির হত্যাকারীদের গ্রেফতারির দাবিতে ইনকিলাব মঞ্চ এর আগেও অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছিল। শুক্রবার দুপুর থেকে ঢাকার শাহবাগে তারা বিক্ষোভ অবস্থানে বসে। পরে ঘোষণা করা হয়, রাতভর অবস্থান চলবে। বাংলাদেশের সাধারণ মানুষও অনেকে এই অবস্থানে যোগ দেন। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘‘যত ক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী এবং এই হত্যায় জড়িত সকলকে গ্রেফতার না-করা হচ্ছে, আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ফিরে যাওয়ার সুযোগ নেই। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে। অবস্থান চলবে।’’
হাদির ভাই ওমর প্রয়োজনে ইউনূসের বাসভবন ঘেরাওয়ের বার্তা দিয়েছেন। অবস্থানস্থল থেকে তিনি বলেন, ‘‘বিচার না-পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগে বলতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে।’’
শাহবাগে এখনও অবস্থান চলছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, গভীর রাতেও বিক্ষোভস্থলে ছিলেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। হাদির হত্যার বিচার চেয়ে অনেক নারী ও শিশুকেও সেখানে বসে স্লোগান দিতে শোনা গিয়েছে। শনিবার হাদির সমাধিস্থলে যাবেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।