জঘন্যতম হার, বলছেন কোহালি

দলের এই পারফরম্যান্স একেবারেই মেনে নিতে পারছেন না বিরাট কোহালি। ম্যাচ শেষে তিনি বললেন, ‘‘হয়তো এটাই আমাদের জঘন্যতম হার। প্রত্যেক বিভাগেই বিপক্ষের থেকে পিছিয়ে ছিলাম। এই হারকে ব্যাখ্যা করার ভাষা আমার কাছে নেই। কেন চ্যাম্পিয়ন হয়েছিল তা আজ ওরা বুঝিয়ে দিল।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০৪:৫৩
Share:

পরাস্ত: টানা তিন ম্যাচে হেরে বিষণ্ণ কোহালি। ফাইল চিত্র

চলতি আইপিএলে টানা তিন ম্যাচে হার। রবিবার হায়দরাবাদে উপ্পল স্টেডিয়ামে ১১৮ রনে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিপক্ষ সেই সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ আইপিএল ফাইনালে যাদের বিরুদ্ধে হেরে রানার্স হয়েছিল বিরাট কোহালির আরসিবি।

Advertisement

কিন্তু এ ভাবে শেষ কবে আরসিবি হেরেছে, তা হয়তো অনেকেরই মনে নেই। দলের এই পারফরম্যান্স একেবারেই মেনে নিতে পারছেন না বিরাট কোহালি। ম্যাচ শেষে তিনি বললেন, ‘‘হয়তো এটাই আমাদের জঘন্যতম হার। প্রত্যেক বিভাগেই বিপক্ষের থেকে পিছিয়ে ছিলাম। এই হারকে ব্যাখ্যা করার ভাষা আমার কাছে নেই। কেন চ্যাম্পিয়ন হয়েছিল তা আজ ওরা বুঝিয়ে দিল।’’

ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর বিরুদ্ধে সে ভাবে বাউন্সার ব্যবহার করেননি উমেশ যাদব, মহম্মদ সিরাজরা। যা নিয়ে ক্ষুব্ধ দলের অধিনায়ক। বিরাট বলে দিলেন, ‘‘ওদের আউট করার জন্য বেশ কিছু বৈচিত্র ব্যবহার করা উচিত ছিল। যেমন বলের গতি কমিয়ে দেওয়া। বাউন্সার করা। এর মধ্যে একটিও ঠিক মতো করা হয়নি। তবে ওয়ার্নার ও বেয়ারস্টোর জুটির প্রশংসা করতেই হচ্ছে। ওরাই ম্যাচ বার করে দিল।’’

Advertisement

২৩২ রান তাড়া করতে নেমে শুরু থেকেই রান বার করতে হত বিরাট-বাহিনীকে। তাই পার্থিব পটেলের সঙ্গে শিমরন হেটমায়ারকে নামিয়েছিলেন বিরাট। তিনি নিজে কেন এলেন না? বিরাটের উত্তর, ‘‘এ বিষয়ে ভেবেছিলাম। কিন্তু দেখলাম তিন নম্বরে নামলে দলের ভারসাম্য ঠিক থাকবে। এবির সঙ্গেও ব্যাট করার সুযোগ পাব। আমি আর এবি একসঙ্গে ব্যাট করলে বিপক্ষ চাপে থাকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement