Indian Premier League 2019

আজ সচিন-সৌরভ মহারণ, দেখে নিন মেন্টর দাদার প্রথম ম্যাচে দিল্লির সম্ভাব্য দল

এখন আর দিল্লি ডেয়ারডেভিলস নয়, দলের নতুন নাম হয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস দলের নতুন উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১২:১৯
Share:
০১ ১১

এখন আর দিল্লি ডেয়ারডেভিলস নয়, দলের নতুন নাম হয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস দলের নতুন উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ ওয়াংখেড়েতে দিল্লি মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। মুম্বই ইন্ডিয়ানসের অঘোষিত পরামর্শদাতা বলা যায় সচিন তেন্ডুলকরকে। আজ মেন্টর সৌরভের পরামর্শে কেমন দলল নামাতে পারে দিল্লি? দেখে নেওয়া যাক।

০২ ১১

পৃথ্বী শ: তরুণ ভারতীয় ওপেনারটি শেষ মুহূর্তে বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় ঢুক পড়তে পারেন। তাই আজ মাঠে নামলে ভাল পারফরম্যান্স করার আপ্রাণ চেষ্টা করবেন তিনি।

Advertisement
০৩ ১১

শিখর ধওয়ন: নিজেকে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ বিশ্বকাপের আগে, ধওয়ান তার সদ্ব্যবহার করবেন নিশ্চয়ই। 

০৪ ১১

শ্রেয়স আইয়ার: শুধু নির্বাচকদেরই নয়, বিখ্যাত বহু প্রাক্তন ক্রিকেটারের নজর কেড়েছেন। তাঁকে বিশ্বকাপের চার নম্বরের জন্য সুপারিশ করেছেন স্বয়ং রিকি পন্টিং।

০৫ ১১

কলিন ইনগ্রাম: দক্ষিণ আফ্রিকার ৩৪ বছরের এই বাঁ হাতি ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে খেলেছেন ছয় বছর আগে। তাঁকে দলে রাখার মূল কারণ তাঁর অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাটিং ছাড়াও লেগস্পিন ও প্রয়োজনে উইকেটকিপিংও করে দিতে পারেন।

০৬ ১১

ঋষভ পন্থ: এই মুহূর্তে সবার নজর রয়েছে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের দিকে। বিশ্বকাপে চূড়ান্ত তালিকায় নাম ওঠার সম্ভাবনা রয়েছে।

০৭ ১১

অক্ষর পটেল: বাঁ হাতি অলরাউন্ডার। বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে নামলে ব্যাটিংটাও খারাপ করেন না।

০৮ ১১

সন্দীপ লামিছানে: নেপালের লেগ স্পিনারটি আশা জাগাচ্ছে ফ্যানদের মনে। তাঁর আজ দলে থাকার কথা।

০৯ ১১

কাগিসো রাবাডা: দক্ষিণ আফ্রিকার পেসারটি বিশ্বের অন্যতম সেরা বোলারদের এক জন বললে বেশি বলা হবে না। তবে পরিস্থিতি বদলালে ট্রেন্ট বোল্টকেও খেলানো হতে পারে।

১০ ১১

অমিত মিশ্র: আইপিএলে ভাল কিছু করলে ভবিষ্যতে জাতীয় দলে ফিরে আসতেও পারেন এই লেগ স্পিনার।

১১ ১১

ইশান্ত শর্মা: নিঃসন্দেহে দলের পেস আক্রমণের নেতৃত্ব থাকবেন। বর্তমান ভারতীয় দলের অন্যতম সেরা পেসারদের এক জন ইশান্ত শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement