Sport Gallery

আজকের মাস্ট উইন ম্যাচে কেমন হতে পারে আরসিবি একাদশ?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কি প্লে-অফে নিয়ে যেতে পারবেন বিরাট কোহালি? কোটি টাকার প্রশ্নটা ঘোরাফেরা করছে কোহালি-ফ্যানেদের মধ্যে। আজ, বুধবার সন্ধ্যায় ঘরের মাঠে মরণ-বাঁচনের ম্যাচ আরসিবি-র। প্লে-অফের আশা জিইয়ে রাখতে কিংস ইলেভেনের বিরুদ্ধে জিততেই হবে। বাইশ গজে কাদের নামাতে পারেন ক্যাপ্টেন কোহালি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১২:৫৪
Share:
০১ ১২

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কি প্লে-অফে নিয়ে যেতে পারবেন বিরাট কোহালি? কোটি টাকার প্রশ্নটা ঘোরাফেরা করছে কোহালি-ফ্যানেদের মধ্যে। আজ, বুধবার সন্ধ্যায় ঘরের মাঠে মরণ-বাঁচনের ম্যাচ আরসিবি-র। প্লে-অফের আশা জিইয়ে রাখতে কিংস ইলেভেনের বিরুদ্ধে জিততেই হবে। বাইশ গজে কাদের নামাতে পারেন ক্যাপ্টেন কোহালি?

০২ ১২

ওপেনার হিসেবে পার্থিব পটেলের ফর্ম নিয়ে একেবারেই চিন্তায় নেই ক্যাপ্টেন কোহালি। সিএসকে-র বিরুদ্ধে ৩৭ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে শেষ বলে এক টিপে শার্দূল ঠাকুরকে রান আউট করে টিমকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন। ফলে ওপেনারের স্লটে আজও নামতে পারেন পার্থিব।

Advertisement
০৩ ১২

আইপিএলেও বিরাট কোহালির ব্যাট বেশ ভালই কথা বলছে। ১০ ম্যাচে ইতিমধ্যেই ৩৮৭ রান করে ফেলেছেন। এসেছে চোখ ঝলসানো সেঞ্চুরিও। পার্থিব পটেলকে সঙ্গে নিয়ে ওপেনিং স্লটে আজও দেখা যেতে পারে বিরাট কোহালিকেই।

০৪ ১২

ব্যাট হাতে তো বটেই, ফিল্ডার হিসেবেও যে কোনও একাদশে অনায়াসে ঢুকে পড়তে পারে এবি ডি’ভিলিয়ার্স। এই আইপিএলেও বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অবিশ্বাস্য সব কেরামতি দেখিয়েছেন। টুর্নামেন্টের ন’টি ম্যাচে তাঁর রান ৩৩২। স্ট্রাইক রেটটা দেখুন, ১৫২.২৯। মাস্ট উইন ম্যাচে আরসিবি-র তিন নম্বরে এক রকম নিশ্চিত এবি।

০৫ ১২

এবি ডি’ভিলিয়ার্সের মতো ধ্বংসাত্মক ব্যাটিং না করলেও মিডল ওভারগুলিতে টিমের এক প্রান্ত ধরে রেখেছেন মার্কাস স্টোইনিস। এর পর ডেথ ওভারে তাঁর ব্যাট থেকে এসেছে বিগ শটস। বেশ খোলতাই করে হাঁকিয়েছেন চার-ছয়। টুর্নামেন্টে তাঁর স্ট্রাইক রেটে ১৩৭.১১। আজকের টিমে স্টোইনিসের থাকাটাও তাই প্রায় নিশ্চিত।

০৬ ১২

আরসিবি-র ম্যাচ এলেই ডি’ভিলিয়ার্স-কোহালিদের কথাই আলোচনায় উঠে আসে। তবে মউন আলির কথাটা ভুলে যাবেন না যেন! ইডেনে কেকেআরের বিরুদ্ধে মইনের ২৮ বলে ৬৬ রানের ইনিংস দেখে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন কোহালি। ১০ ম্যাচে ২১৬ রানের পাশাপাশি ৫ উইকেটও তুলে নিয়েছেন মইন। কিংসদের বিরুদ্ধে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।

০৭ ১২

শিভম দুবে না আকাশদীপ নাথ? আজকের ম্যাচে কাকে দেখা যাবে বাইশ গজে? এ নিয়ে নানা মুনির নানা মত। আকাশদীপের ক্যামিয়ো ইনিংস আরসিবি-র কাজে এসেছে বটে। তবে শেষমেশ মুম্বই অলরাউন্ডার শিভম দুবেকে দেখা যেতে পারে প্রথম একাদশে। হার্ড-হিটার ব্যাটসম্যান। সেই সঙ্গে তাঁর মিডিয়াম ফাস্ট বোলিংও কাজে আসতে পারে।

০৮ ১২

বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আসতে পারেন পবন নেগি। এত দিন পর্যন্ত ব্যাক-আপ স্পিনার হয়ে তাঁকে ব্যবহার করলেও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে কাজে আসতে পারেন তিনি। বোলিং ছাড়াও তাঁর ফিল্ডিং ও ব্যাটিংয়ের জন্য প্রথম একাদশের তাঁকে রাখার কথা ভাবতে পারেন কোহালি।

০৯ ১২

কিংসদের বিরুদ্ধে আরসিবি-র তুরুপের তাস হয়ে উঠতে পারেন ডেল স্টেন। কোহালি নিজেই বলেছেন, নতুন বলে ও প্রথম দু’ওভারে ভয়ঙ্কর হয়ে উঠলেও তাঁদের কাজ সহজ হয়ে যাবে। চলতি আইপিএলে মাত্র ২ ম্যাচ খেলা স্টেন-ও অবশ্যই মুখিয়ে থাকবেন আজকের মাস্ট উইন ম্যাচে কিংসদের দেওয়ালে ফাটল ধরাতে।

১০ ১২

আরসিবি-র বোলিং আক্রমণের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন যুজবেন্দ্র চহাল। ১০ ম্যাচে তুলে নিয়েছেন ১৪ উইকেট। স্টেনের গোলাগুলিতে ক্ষতবিক্ষত কিংসদের প্যাভিলিয়নে ফেরাতেও কার্যকরী হয়ে উঠতে পারেন চহাল।

১১ ১২

অনেকের মতে, টিম ইন্ডিয়ার ভবিষ্যতের তারকা হতে পারেন নবদীপ সাইনি। ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে বল করতে পারেন। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেটও উপহার দেন আরসিবি-কে। ৯ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। আজকের ম্যাচ জিততে সাইনি সহায়তা কিন্তু বেশ জরুরি।

১২ ১২

রান খরচ করলেও নতুন বলে কামাল করতে পারেন উমেশ যাদব। চলতি আইপিএলে ৭ ম্যাচে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। স্টেন-সাইনির সঙ্গে আরসিবি-র বোলিং আক্রমণের দায়িত্বে থাকতে পারেন উমেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement