বেল না পড়ায় নট আউট: চার রান কেন, প্রশ্ন রাহানের

লিনের কাছে বিষয়টি মজার হলেও, অজিঙ্ক রাহানে এই চারটি রান মেনে নিতে পারেননি। তাঁর মতে, স্টাম্পে বল লেগে বেল না পড়লে আম্পায়ারের উচিত বলটি ‘ডেড’ ঘোষণা করা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৪:২৪
Share:

চর্চায়: বল উইকেটে লেগেও বেল পড়ল না। আউট হলেন না লিন।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধবল কুলকার্নির বলে বোল্ড হতে হতে বেঁচে গিয়েছেন ক্রিস লিন। ধবলের ইনসুইং লিনের ব্যাটে লেগে স্টাম্প ছুঁয়ে গেলেও বেল পড়েনি। স্টাম্পে বল লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। লিন আউট তো হলেনই না, উল্টে চার রান পেলেন। যা নিয়ে ম্যাচের শেষে লিনের মন্তব্য, ‘‘আজ রাতে ক্যাসিনো থেকে ঘুরে আসা উচিত ছিল।’’

Advertisement

লিনের কাছে বিষয়টি মজার হলেও, অজিঙ্ক রাহানে এই চারটি রান মেনে নিতে পারেননি। তাঁর মতে, স্টাম্পে বল লেগে বেল না পড়লে আম্পায়ারের উচিত বলটি ‘ডেড’ ঘোষণা করা। রবিবার ম্যাচ শেষে রাহানে বলেছেন, ‘‘নিয়মে যা আছে, তা তো মানতেই হবে। কিন্তু চার রান দেওয়াটা মেনে নেওয়া যায় না। আম্পায়ারকে গিয়ে আমি অনুরোধ করেছিলাম, আউট দিতে হবে না কিন্তু বল ডেড ঘোষণা করা হোক।’’ তিনি আরও বলেন, ‘‘এমনিতেই টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানেরা বেশি সুবিধা পায়। তাই এ ধরনের পরিস্থিতিতে ডেড বল ঘোষণা করাই যেত। আম্পায়ারকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম।’’

নতুন জীবন পেয়ে সেখান থেকে ৩২ বলে ৫০ রান করেন লিন। ৪৭ রান করেন সুনীল নারাইন। ৯১ রানের ওপেনিং জুটি গড়েন দুই ব্যাটসম্যান। সেই সুবাদেই ৬.১ ওভার বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জেতে কেকেআর। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেও প্লে-অফের স্বপ্ন দেখছেন রাহানে। বললেন, ‘‘এখনই ভয় পাওয়ার কিছু নেই। যে পাঁচ ম্যাচ আমরা খেলেছি তার মধ্যে শুধু একটি ম্যাচই খারাপ ভাবে হারলাম। বাকি গুলো সব কাছাকাছি গিয়ে হেরেছি। এই ম্যাচগুলোর মধ্যে তিনটিতে জিততেই পারতাম।’’

Advertisement

রাহানে জানিয়েছেন, এখনই সব স্বপ্ন শেষ হয়ে যায়নি। তাঁর কথায়, ‘‘হারার সময় অনেক কিছুই ভুল মনে হয়, কিন্তু জেতার সময় সেগুলো সমস্যা হিসেবে ধরাই হয় না। যাই হোক, এখনও বেশি দেরি হয়নি। ফিরে আসার যথেষ্ট সময় রয়েছে।’’

তবে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি নন রাজস্থান অধিনায়ক। ম্যাচের পরে বলেছেন, ‘‘আমাদের ব্যাটসম্যানদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন