প্লে অফের অঙ্ক জটিল করতে চান না রোহিত

ছয় ম্যাচে হেরে বিধ্বস্ত কেকেআর এবং শেষ ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ—দু’টি ম্যাচই রোহিতের কাছে সমান গুরুত্বপূর্ণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০৫:১১
Share:

আগমন: শনিবার কলকাতায় পৌঁছলেন রোহিত। নিজস্ব চিত্র

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের ৪৬ রানে জয়। প্রথম ব্যাট করে ১৫৫ তুলে ফেলা। এবং চেন্নাইয়ের ইনিংস শেষ করা ১০৯-এ। আজ, রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে তাই আত্মবিশ্বাসী মুম্বই। প্রিয় ইডেনে খেলতে নামার আগে ছন্দ ফিরে পেয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। গুরুত্বপূর্ণ ৬৭ রানের ইনিংসের সৌজন্যে শুক্রবারের ম্যাচে তিনিই পান ম্যাচের সেরা সম্মান।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত অবশ্য সেই জয়কে মাথায় রেখেও সাবধানী। ছয় ম্যাচে হেরে বিধ্বস্ত কেকেআর এবং শেষ ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ—দু’টি ম্যাচই রোহিতের কাছে সমান গুরুত্বপূর্ণ। মুম্বই শিবির যে কোনও মূল্যে সেই দু’টি ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করতে চায়। রোহিতের কথায়, ‘‘আমরা কিন্তু এখনও প্লে-অফে উঠিনি। এটাও জানি, দ্রুত লিগ টেবলে বিভিন্ন দলের অবস্থান বদলাচ্ছে। তাই দরকার কেকেআর ও সানরাইজার্সের বিরুদ্ধে সেরা ক্রিকেট খেলা।’’ যোগ করেছেন, ‘‘কোনও ভাবে চাই না, অঙ্কটা জটিল হোক। দল হিসেবে আমাদের মানসিকতা পরিষ্কার। যে কোনও ভাবে জেতাটাই একমাত্র লক্ষ্য। জানি, প্রত্যেক দিন সফল হওয়া কঠিন। কিন্তু ছেলেরা সেরাটা দেওয়ার জন্য সব সময় তৈরি।’’

রোহিত স্বীকার করেছেন চেন্নাইয়ের বিরুদ্ধে অসুস্থ মহেন্দ্র সিংহ ধোনির না খেলা তাঁদের কাজটা সহজ করে দিয়েছে, ‘‘এমএসডি না থাকায় আমাদের বিরাট সুবিধা হল। অবশ্য অসুস্থ হলে আর কী করা যাবে। খেলা না খেলাটা ওর হাতে ছিল না। কিন্তু আমাদের যে তাতে সুবিধাই হয়েছে, সে ব্যাপারে সন্দেহ নেই।’’ আরও বলেছেন, ‘‘চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারানো সব সময় কঠিন। তাই ম্যাচটা এতটা দাপট নিয়ে জিতে খুব খুশি।’’

Advertisement

রোহিত খুশি নিজে রান পেয়েও। তাঁর কথা, ‘‘নিজের ফর্ম নিয়ে উদ্বেগে ছিলাম না। ব্যাটে-বলে হওয়া নিয়ে কোনও সমস্যা ছিল না। জানতাম বড় রানও পাব। আশা করছি এই ছন্দটা পরের ম্যাচগুলোতে ধরে রাখতে পারব।’’

এ বারের আইপিএলে নজর কেড়েছেন মুম্বইয়ের তরুণ লেগস্পিনার রাহুল চাহার। আট ম্যাচে ১০ উইকেট তাঁর ঝুলিতে। তিনি বলছেন, ‘‘শেন ওয়ার্ন আমার আদর্শ। ছোটবেলায় কোচ ওয়ার্নের বোলিং-ডিভিডি দিতেন। তা দেখেই ওয়ার্নের মতো বোলিং করা শুরু করেছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন