চেন্নাই উড়ে গেল আরসিবি। ছবি বিরাট কোহালির টুইটার অ্যাকাউন্ট থেকে।
বাকি আর একদিন। শনিবারই শুরু হচ্ছে আইপিএল। চিপকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উদ্বোধনী ম্যাচের জন্য বৃহস্পতিবার চেন্নাই উড়ে গেল আরসিবি। রওনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং অধিনায়ক বিরাট কোহালি।
উদ্বোধনী ম্যাচ চিহ্নিত হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহালির লড়াই হিসেবে। যদিও অধিনায়ক হিসেবে আইপিএলে ধোনির সাফল্যের ধারেকাছে নেই কোহালি। চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে এমএসডি তিন বার ট্রফি জিতেছেন। অন্যদিকে, এক বারও আইপিএল জেতেননি কোহালি। এ বার তাই কোহালির নেতৃত্বে আরসিবি-র পারফরম্যান্সের দিকে নজর রয়েছে ক্রিকেটমহলের।
এ বারের আরসিবি দলে অবশ্য ভারসাম্য রয়েছে যথেষ্ট। অন্য বার টপ অর্ডারের উপর বেশি নির্ভরতা থাকে। এ বার বিরাট কোহালি ছাড়াও ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন এবি ডি’ভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়নিসরা। অলরাউন্ডার হিসেবে আছেন কলিন ডি গ্র্যান্ডহোমি, মইন আলি, পবন নেগি, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবেরা। স্টোয়নিসও এই তালিকায় পড়ছেন। পেস বোলিংয়ে টিম সাউদি, নেথান কুল্টার-নিল, উমেশ যাদব, মহম্মদ সিরাজরা আছেন। স্পিনার হিসেবে খেলবেন যজুবেন্দ্র চহাল। দলে আছেন বাংলার ১৬ বছর বয়সী লেগস্পিনার প্রয়াস রায় বর্মণও। কোহালির পোস্ট করা ছবিতে রীতিমতো হাসিখুশিই দেখাল আরসিবি শিবিরকে।
আরও পড়ুন: ‘আমরা সবাই পেশাদার ক্রিকেটার, জানি কী ভাবে ফিট থাকতে হবে’
আরও পড়ুন: কে এ বার চ্যাম্পিয়ন হবে আইপিএলে? বেছে নিলেন মাইকেল ভন
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)