Saqnjay Manjrekar

ধারাভাষ্য দিতে গিয়ে মুম্বইকে সমর্থন! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড বিখ্যাত ক্রিকেটার

তবে এই ম্যাচ চলার সময় কমেন্ট্রি বক্সে বসে সঞ্জয় মঞ্জরেকরের কিছু কথা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ২০:২৫
Share:

সঞ্জয় মঞ্জরেকর ও রোহিত শর্মা। ছবি টুইটার থেকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ সিজনের ফাইনাল ছিল টানটান উত্তেজনায় ভরা। চেন্নাই সুপার কিংসকে এক রানে হারিয়ে আইপিএল ট্রফি নিজেদের লকাররুমে ঢুকিয়েছেন রোহিতরা। তবে এই ম্যাচ চলার সময় কমেন্ট্রি বক্সে বসে সঞ্জয় মঞ্জরেকরের কিছু কথা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

ফাইনাল ম্যাচে টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ধোনি। মু্ম্বইয়ের হয়ে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও কুইন্টন ডি’কক। তাঁরা শুরুটা বেশ ভালোই করেছিলেন। কিন্তু একটু পর শট নির্বাচনে ভুল করতে দেখা যায় ডি’কককে। আর সেই সময় প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর কমেন্ট্রি বক্সে থেকেই বলছিলেন, ‘‘ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট’’। অর্থাৎ এটা করো না।

আর এই কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন সঞ্জয়। কমেন্ট্রি বক্সে বসে খেলোয়াড়কে নির্দেশ দেওয়ায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। সবার মুখেই কম বেশি এক কথা। সঞ্জয় ধারাভাষ্যকার না মুম্বইয়ের কোচ?

Advertisement

আরও পড়ুন: কেকেআর ছিটকে গেলেও রাসেলের ঝুলিতে দারুণ পুরস্কার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement