IPL

ওয়ার্নার ফিরতেই আগ্রাসী, পুরনো ‘ফর্ম’-এর সৌরভকে দেখে উল্লসিত ক্রিকেটবিশ্ব

দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে তুলেছিল সাত উইকেটে ১৫৫। রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ থেমে যায় ১১৬ রানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ১২:৫৫
Share:

সেই আগ্রাসী সৌরভ। ছবি: দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ থেকে।

আইপিএলের সৌজন্যে সৌরভ গঙ্গোপাধ্যায় ধরা দিলেন পুরনো অবতারে। জাতীয় দলের অধিনায়ক থাকার সময়ে আগ্রাসী সৌরভের ছবিটা এখনও ক্রিকেটভক্তদের চোখে ভাসে।

Advertisement

বিপক্ষের উইকেট পতনের পরে অথবা ম্যাচ জেতার পরে শূন্যে ঘুসি ছুড়তে দেখা যেত ভারতের প্রাক্তন অধিনায়ককে। ভারতীয় দলের ছবিটাই বদলে গিয়েছিল সৌরভের নেতৃত্বে। গোটা দলের শরীরী ভাষাতেই পাওয়া যেত আগ্রাসনের ছোঁয়া। রবিবারের দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও পুরনো সৌরভকে দেখা গেল আরও একবার। ক্রিকেটভক্তরা মুহূর্তে পৌঁছে গেলেন ফেলে আসা সেই সময়ে।

দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে তুলেছিল সাত উইকেটে ১৫৫। রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ থেমে যায় ১১৬ রানে। ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ৭২ রানের পার্টনারশিপ করার পরে ফিরে যান বেয়ারস্টো। হায়দরাবাদ ইনিংসে ওয়ার্নার ও বেয়ারস্টো ছাড়া আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

Advertisement

আরও পড়ুন: রাগে অগ্নিশর্মা ধোনি, দেখুন মেজাজ হারানোর সেই মুহূর্ত

আরও পড়ুন: ধোনিকে ব্যান করা উচিত ছিল, তীব্র আক্রমণ সহবাগের

সবাই জানেন, ওয়ার্নার ভয়ঙ্কর ব্যাটসম্যান। আইপিএলের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন বাঁ হাতি অজি ওপেনার। তাঁর ব্যাট চলতে শুরু করলে থামায় কার সাধ্যি! দিল্লির বিরুদ্ধেও ওয়ার্নার সহজাত ভঙ্গিতে খেলছিলেন। রাবাডার বলে শ্রেয়াস আইয়ার হায়দরাবাদের বাঁ হাতি ওপেনারের ক্যাচ ধরতেই ডাগ আউটে সৌরভের মধ্যে আবেগের বহিঃপ্রকাশ দেখা যায়। মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুড়ে দেন দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা। মুখের অভিব্যক্তিতে আগের সেই আগ্রাসন। দেখে কে বলবে সৌরভ এখন খেলা ছেড়ে দিয়েছেন। ক্রিকেট দেখতে বসে তিনি আগের মতোই খেলাটার ভিতরে ডুব দেন। তাঁর শরীরে এখনও যে আগের মতোই বাড়তি অ্যাড্রিনালিন ঝরে। উত্তেজনার মুহূর্তে বেরিয়ে পড়েন আগের সৌরভ। রবিবার ডেভিড ওয়ার্নারকে ফেরানোর পরেই যেমন পুরনো সৌরভের ছায়া দেখা গেল। এই দৃশ্য তো এখনকার ক্রিকেটভক্তদের বাড়তি পাওনা।


(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন