ipl. important player

আইপিএলে প্রত্যেক দলের ট্রাম্প কার্ড হতে পারেন এঁরা

আর সপ্তাহ খানেকের অপেক্ষা। আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে আইপিএল। দেশি-বিদেশি ক্রিকেট তারকাদের জমজমাট আসরে কে মাতাবেন? কোন টিমই বা জিতবে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৩:৫৭
Share:
০১ ০৯

আর সপ্তাহ খানেকের অপেক্ষা। আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে আইপিএল। দেশি-বিদেশি ক্রিকেট তারকাদের জমজমাট আসরে কে মাতাবেন? কোন টিমই বা জিতবে। প্রতিটি দলেরই এমন একজন ক্রিকেটার রয়েছেন, যিনি দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যিনি হতে পারেন তুরুপের তাস অর্থাৎ ট্রাম্প কার্ড। দেখে নেওয়া যাক তাঁরা কারা।

০২ ০৯

ক্রিস গেইল: ৩৯ বছরের এই তারকা ক্রিকেটারকে কিংস ইলেভেন পঞ্জাব কিনেছিল ২ কোটি টাকায়। ইউনিভার্স বস গত বারও ছিলেন রান স্কোরারের তালিকার একেবারে উপরের দিকে। বয়স হলেও এ বারেও তিনি চমকে দিতে পারেন বিপক্ষকে।

Advertisement
০৩ ০৯

ক্রুণাল পাণ্ড্য: মুম্বই ইন্ডিয়ান্স সাড়ে আট কোটি টাকায় কিনেছিল ক্রুণালকে। গত আইপিএলে ১১ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি, এর মধ্যে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার রেকর্ডও আছে তাঁর। ব্যাট বা বল, যে কোনও সময় যে কোনও অবস্থার ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এই বাঁহাতি অলরাউন্ডার।

০৪ ০৯

দিল্লি ক্যাপিটালসের অন্যতম তারকা ক্রিকেটার ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের এই বাঁ হাতি বোলার যে কোনও সময়ই ভয়ঙ্কর। আর পরিবেশ সুইংয়ের সহায়ক হলে তো কথাই নেই। দিল্লির ট্রাম্প কার্ড হতে পারেন তিনি।

০৫ ০৯

রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার জোফ্রা আর্চার অপর এক তারকা ক্রিকেটার। ২৩ বছরের এই তরুণ খুব তাড়াতাড়ি ইংল্যান্ডের জাতীয় দলে খেলবেন বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে কেরিয়ারের শীর্ষে রয়েছেন তিনি। বল হাতে বিপক্ষকে গুঁড়িয়ে দিতে দলের ট্রাম্প কার্ড হতে পারন জোফ্রা।

০৬ ০৯

সানরাইজার্সের হায়দরাবাদের স্পিডস্টার ভুবনেশ্বর কুমার আইপিএলের অন্যতম আকর্ষণ। সুইং, স্লো, নিখুঁত ইয়র্কারে ভুবির বেশ সুনাম রয়েছে। আইপিএলের মাঠে হায়দরাবাদের সুর্যোদয়ের অন্যতম কারিগর হতে পারেন তিনি।

০৭ ০৯

কলকাতা নাইট রাইডার্সের ট্রাম্প কার্ড হতে পারেন কুলদীপ যাদব। বাঁ হাতি এই চায়নাম্যান কেকেআরের অন্যতম তারকা। চায়নাম্যানের কব্জির ভেলকিতে কত জন ব্যাটসম্যান ঘায়েল হলেন, এ বার তারই অপেক্ষা।

০৮ ০৯

চেন্নাই সুপার কিংসের অন্যতম তারকা ক্রিকেটার কেদার যাদব। সিএসকের মিডল অর্ডারের অন্যতম ভারসা তিনিই। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁর পার্টনারশিপ বিপক্ষ দলের জন্য ত্রাসের কারণ হতে পারে।

০৯ ০৯

লাস্ট বাট নট দ্য লিস্ট! রানমেশিন বিরাট কোহালি রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। একদিনের ক্রিকেট ও টেস্টে এক নম্বরেই রয়েছেন বিরাট। তাই আইপিএলের অন্যতম বাজিও বিরাট, এ কথা বলাই যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement