IPL 2020

রায়নার পর ‘ব্যক্তিগত’ কারণে আইপিএল থেকে সরলেন হরভজনও

হরভজনের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তিনি দলের সঙ্গে যোগ না দেওয়ায় জল্পনা বাড়ছিল ক্রিকেটমহলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ১৪:২২
Share:

চেন্নাইয়ের জার্সিতে আমিরশাহিতে দেখা যাবে না হরভজন সিংহকে। ছবি টুইটার থেকে নেওয়া।

সুরেশ রায়নার পর আইপিএল থেকে সরে গেলেন হরভজন সিংহও। তিনিও ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে খেলবেন না। ফলে চেন্নাই সুপার কিংস শিবিরে সমস্যা বাড়ছে।

হরভজন সিংহকে নিয়ে সংশয় ছিলই। সতীর্থদের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে যাননি তিনি। অফস্পিনার তার আগে চেন্নাইয়ে হওয়া প্রি-সিজন ক্যাম্পেও যোগ দেননি। ফলে, তাঁর আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তিনি দলের সঙ্গে যোগ না দেওয়ায় জল্পনা বাড়ছিল ক্রিকেটমহলে। মনে করা হচ্ছিল যে এ বারের আইপিএলে সিএসকে-র জার্সিতে হয়তো দেখা যাবে না তাঁকে। আর সেই ভাবনাই সত্যি হল। ব্যক্তিগত কারণের জন্য তিনি সরে দাঁড়ালেন আইপিএল থেকে। তাঁর সিদ্ধান্ত তিনি সিএসকে শিবিরে জানিয়েও দিয়েছেন বলে খবরে প্রকাশ।

সংবাদ সংস্থার খবর অনুসারে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট হরভজনকে পাওয়া যাবে না ধরে নিয়ে পরিকল্পনা ছকতে শুরু করে দিয়েছিল আগেই। তবে সুরেশ রায়নার পর হরভজনও না খেলায় অভিজ্ঞতার দিক দিয়ে আইপিএলে বিশাল ঘাটতি হতে চলেছে চেন্নাইয়ের। শিবিরে দুই ক্রিকেটার সহ ১৩ জনের করোনা হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত অনুশীলনও শুরু করতে পারেনি সিএসকে। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে মহেন্দ্র সিংহ ধোনির দলের সামনে তৈরি হওয়ার জন্য খুব বেশি সময় হাতে থাকছে না। তবে একটা স্বস্তির খবর রয়েছে। যে ক্রিকেটাররা কোয়রান্টিনে ছিলেন না, তাঁদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

Advertisement

আরও পড়ুন: বেশির ভাগ ম্যাচ সন্ধেবেলায়, বিশেষ প্রস্তুতি নিচ্ছে নাইট রাইডার্স

আরও পড়ুন: জৈব সুরক্ষা বলয়ে নেট প্র্যাকটিস যে‌ন ল্যবরেটরিতে থাকা, অভিনব অভিজ্ঞতা শেয়ার অশ্বিনের​

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন