IPL 2020

বিরাট কোহালির ব্যাট চুরি করতে চান এবি ডি’ভিলিয়ার্স!

নেটাগরিকদের মতে, বিরাট-এবির কথোপকথনই এই ভিডিয়োর সেরা অংশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১৫:২৬
Share:

এবি ডিভিলিয়ার্স ও বিরাট কোহালিকে মজার মেজাজে পাওয়া গেল ভিডিয়োয়। ছবি টুইটার থেকে নেওয়া।

কিটব্যাগ খুলে তার ভিতরে কী কী রয়েছে ক্যামেরার সামনে দেখাচ্ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহালি। তখনই তাঁর দিকে এগিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি’ভিলিয়ার্স। বিরাট তাঁকে দেখে বলে ওঠেন, “এই যে! একে ছাড়া অনুশীলন সম্পূর্ণ হয় না আমার।”

Advertisement

এবি কাছে এসে বিরাটের কিট ব্যাগে হাত দিয়ে দেখান পিছনের দিকে থাকা চেন। বলেন, “সবাই বিরাটের ব্যাট চুরি করতে চায়। ও তাই ব্যাগের নীচের দিকে ব্যাটগুলো লুকিয়ে রাখে। যাতে কেউ তা খুঁজে না পায়। তবে আমি ঠিক চুরি করব বিরাটের ব্যাট।”

শুনে হেসে ফেলেন বিরাট। তিনি বলে ওঠেন, “হ্যাঁ, কথাটা ভুল নয়। আগে ছয় ব্যাট নিয়ে এসে দেখতাম মাঝ পথে তিনটে পড়ে রয়েছে। কেউ না কেউ ব্যাট চাইতই। আর তাই ব্যাটে চিড় ধরলে তা না সারিয়ে দিয়ে দিতাম। এ বার থেকে সারানোর দিকে মন দিয়েছি। কারণ, জানি ব্যাটগুলো ঠিক থাকা কত জরুরি। ম্যাচে যে ব্যাট নিয়ে খেলি, তাতে অনুশীলনের সময় হাত দিতে চাই না।”

Advertisement

আরও পড়ুন: ধোনির ‘ভয়ে’ সিদ্ধান্ত বদল আম্পায়ারের, নেটাগরিকদের ধিক্কার এমএসডিকে​

আরও পড়ুন: দলে এক স্পিনার, আইপিএলে বিদেশিদের নিয়ে তৈরি সেরা একাদশে নেই নারিন-রাসেল

এ বার আইপিএলের কারণে প্রায় তিন মাসের মতো আমিরশাহিতে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। বিরাট তাই বেশি সংখ্যক ব্যাট নিয়ে আসতে চেয়েছিলেন। নেটাগরিকদের মতে, বিরাট-এবির কথোপকথনই এই ভিডিয়োর সেরা অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement